শিরোনাম
তিউনিশিয়ার ফুটবল মাঠে সহিংসতায় ৩৮ পুলিশ আহত
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২৪
তিউনিশিয়ার ফুটবল মাঠে সহিংসতায় ৩৮ পুলিশ আহত
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

তিউনিশিয়ায় ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই প্রতিদ্বন্দ্বী ক্লাবের সমর্থকদের সংঘর্ষ থামাতে গিয়ে অন্তত ৩৮জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে।


বৃহস্পতিবার চরম প্রতিদ্বন্দ্বী এসপারেন্স অব তিউনিস ও ইতয়লি স্পোর্টিভ শেলের মধ্যে লীগের ম্যাচ চলাকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।


এ সময় দর্শকরা পুলিশকে লক্ষ্য করে পাথর, চেয়ার, এমনকি ধাতব বস্তু ছুঁড়ে মারে। ম্যাচে তিউনিস ৩-২ গোলে জয়লাভ করলেও সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে অন্তত দুইবার খেলা বন্ধ করতে হয়েছে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, এসপারেন্সের সমর্থকরাই মূলত পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়েছে। আহতদের মধ্যে অন্তত ১৯জন পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।


উল্লেখ্য, ফুটবলকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা তিউনিশিয়ায় নতুন নয়। প্রায়ই সেখানে বিশেষ করে শীর্ষ ক্লাবগুলোর ম্যাচকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে এমন ঘটনা বেড়ে গেছে। যেটিকে ‘স্টেডিয়াম টেরোরিজম’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির ক্রীড়া মন্ত্রী মাজদুলিন চেরনি।


বিবার্তা/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com