শিরোনাম
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে গাপটিল
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৬
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে গাপটিল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ট্রান্স-তাসমান ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪৩ রানের দারুণ এক ইনিংস খেলেছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টির ইতিহাসে এটিই সর্বোচ্চ রান।


শুক্রবার সেই রান তাড়া করতে নেমে জয়ের রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া। কিন্তু এই ম্যাচে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন কিউই ওপেনার মার্টিন গাপটিল।


দারুণ ওই সেঞ্চুরির পাশাপাশি দুটি রেকর্ডও গড়েছেন গাপটিল। ৪৯ বলে সেঞ্চুরি তুলে নেন মার্টিন গাপটিল। ৫৪ বলে ৬ চার ও ৯ ছক্কায় ক্যারিয়ার সেরা ১০৫ রান করে আউট হন। আর এই সেঞ্চুরির ফলে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হিসেবে রেকর্ড গড়েছেন তিনি। সেই সঙ্গে টি-টোয়েন্টিতে কিউইদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির মালিকও এখন তিনি।


অন্যদিকে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে আজকের দিনের আগ পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম (২১৪০)। ৭০ ইনিংসে ৭১ ম্যাচ খেলে ২১৪০ রান করেছেন ম্যাককালাম। কিন্তু আজ তাকে ছাড়িয়ে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন নিউজিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল (২১৮৮)। তবে তিনি খেলেছেন ৭০ ইনিংস, ম্যাচ সংখ্যা ৭২। আর ১৯৫৬ রান নিয়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com