শিরোনাম
লা লিগায় ম্যাচ ফিক্সিং, নিষিদ্ধ ৪১
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০৭
লা লিগায় ম্যাচ ফিক্সিং, নিষিদ্ধ ৪১
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্প্যানিশ লা লিগায় এবার ফুটবলে ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা ঘটেছে। ম্যাচ ফিক্সিংয়ে শাস্তি হয়েছে ৩৬ ফুটবলারসহ ৪১ জনের।


সাত বছর আগে স্প্যানিশ লিগে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ৩৬ ফুটবলারসহ মোট ৪১ জনকে নিষিদ্ধ করেছেন স্পেনের একটি আদালত।


অভিযুক্ত ফুটবলারদের দুই বছরের কারাদণ্ডসহ ছয় বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।


ফিক্সিংয়ের দায়ে অভিযুক্তদের মধ্যে আছেন বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা অ্যান্ডার হেরেরা, লেস্টার সিটির ফুটবলার ভিসেন্টে ইবোররা, অ্যাথলেটিকো মাদ্রিদের অধিনায়ক ফার্নান্দেজ ও আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের অধিনায়ক লিওনার্দো পোনজিও।


ফুটবলারদের বাইরে নিষিদ্ধ তালিকায় মেক্সিকো জাতীয় দলের সাবেক কোচ হাভিয়ের আগুইররেকে করা হয়েছে জেল-জরিমানা। লিগের দল লেভান্তে ও প্রথম বিভাগের দল রিয়াল জারাগোজাকে গুনতে হবে নগদ অর্থ।


২০১০-১১ মৌসুমে লিগে অবনমন এড়াতে লেভান্তের সঙ্গে জারাগোজার ম্যাচটি পাতানো ছিল বলে প্রমাণ পেয়েছে আদালত। সেই ম্যাচে ২-১ গোলে জিতে অবনমন ঠেকায় জারাগোজা। দলটিকে ১১ লাখ ডলার জরিমান করা হয়েছে। এমনকি স্পেনের বাইরে থাকা ফুটবলারদের ক্ষেত্রেও ছয় বছরের নিষেধাজ্ঞা ছয় বছর কার্যকর করতে বলা হয়েছে।


বিবার্তা/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com