শিরোনাম
১৬ বছর পর অসিদের সিরিজ হারাল লঙ্কানরা
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৬, ১৫:২৭
১৬ বছর পর অসিদের সিরিজ হারাল লঙ্কানরা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতল শ্রীলঙ্কা। গলে সিরিজের দ্বিতীয় টেস্টে সফরকারীদের তিন দিনেই হারিয়ে দিয়েছে স্বাগতিকরা। স্পিন ঘুর্ণিতে ওয়ার্ন-মুরালিধরন ট্রফি লঙ্কানদের।
শনিবার দুই সেশনের মধ্যেই ২২৯ রানের জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। তাতে এক ম্যাচ হাতে রেখেই তিন টেস্টের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ২-০ তে এগিয়ে গেল শ্রীলঙ্কা। ১৬ বছর পর অস্ট্রেলিয়াকে সিরিজ হারাল লঙ্কানরা।
প্রথম ইনিংসে ২৮১ রানের পর দ্বিতীয় ইনিংসে ২৩৭ রান করে শ্রীলঙ্কা। বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথের হ্যাটট্রিক ও অফ স্পিনার দিলরুয়ান পেরেরার ৪ উইকেটে প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া।
৪১৩ রানের অসম্ভব টার্গেটে নেমে দ্বিতীয় দিন তারা শেষ করে ২৫ রানে ৩ উইকেট হারিয়ে। আর তৃতীয় দিনে পেরেরার ঘুর্ণিতে ১৮৩ রানে অল আউট হয়ে অস্ট্রেলিয়অ। দ্বিতীয় ইনিংসে ৭০ রানে ৬ উইকেট নিয়েছেন পেরেরার। এটি তার ক্যারিয়ারের সেরা বোলিং। ১১ টেস্টের ক্যারিয়ারে ম্যাচে এই প্রথম ১০ উইকেট পেলেন পেরেরা। ম্যাচের সেরার পুরস্কারও ওঠে তার হাতে। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হেরাথের। ম্যাচে ৬ উইকেট প্রথম টেস্ট জেতানো বোলারের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার শেষ টেস্ট সিরিজ জয় রূপকথার মতো হয়ে আছে। সেই ১৯৯৯ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজ ১-০ তে জিতেছিল লঙ্কানরা। সেবার স্টিভ ওয়ার দলকে প্রথম টেস্টে হারায় সনাত জয়সুরিয়ার শ্রীলঙ্কা। পরের দুই টেস্ট ড্র হলে সিরিজ জয় পায় লঙ্কানরা। ওই সিরিজের পর টানা ১৬ টেস্ট জেতার বিশ্ব রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া। এখনো টেস্ট র‌্যাংকিংয়ের ১ নম্বর দল অস্ট্রেলিয়া।
মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা পরবর্তী যুগে তাদের শূন্যতা এখনো কাটেনি শ্রীলঙ্কার। তবু লঙ্কানরা লঙ্কাকাণ্ড ঘটিয়ে দিল। এবার প্রধান নির্বাচক হিসেবে সিরিজ জয়ের স্বাদ পেয়েছেন কিংবদন্তি জয়সুরিয়া। স্টিভেন স্মিথের দলকে মাটিতে নামিয়ে এনেছে অ্যাঞ্জোলো ম্যাথুসের শ্রীলঙ্কা।
বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com