শিরোনাম
বাংলাদেশের আরেকটি সহজ জয়
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৮, ১৯:০৯
বাংলাদেশের আরেকটি সহজ জয়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ব্যাটিংয়ে লোয়ার-মিডল অর্ডারে রান না পাওয়ার অভাব বোলারদের দাপটে বুঝতেই পারেনি বাংলাদেশ। ৩৬.৩ ওভারে জিম্বাবুয়েকে ১২৫ রানে গুঁটিয়ে দিয়ে ৯১ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।


ত্রিদেশীয় সিরিজে আগেই ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের এটি তৃতীয় জয়। প্রথম দুই ম্যাচেও জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা মাশরাফীদের কাছে পাত্তাই পায়নি।


পুঁজিটা খুব বড় ছিল না, মাত্র ২১৬ রানের। তবে ছোট পুঁজিতেও বড় জয় হাতে তুলে নিলো বাংলাদেশ। মাশরাফি-সাকিবদের বোলিং তোপে জিম্বাবুয়ে যে গুটিয়ে গেল ১২৫ রানেই। আগেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করে ফেলা টাইগাররা ম্যাচটা জিতেছে ৯১ রানের বিশাল ব্যবধানে।


শুরুটা করেছিলেন মাশরাফি বিন মর্তুজা, মধ্যে সাকিব আল হাসানের জোড়া আঘাত। এরপর আবারও দৃশ্যপটে মাশরাফি। পেস আর স্পিনের এ যুগলবন্দিতে মিরপুরে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে আগেভাগেই ম্যাচ থেকে ছিটকে পড়ে জিম্বাবুয়ে।


বাংলাদেশ এদিন আগে ব্যাট করে ৯ উইকেটে ২১৬ রান করে। তামিম ইকবাল (৭৬) এবং সাকিব আল হাসানের (৫১) ব্যাটে লড়াইয়ের সংগ্রহ পায় টিম টাইগার্স।


জিম্বাবুয়ে চতুর্থ ওভারে মাশরাফীর আঘাতে ব্যাকফুটে চলে যায়। অভিজ্ঞ মাসাকাদজা (৫) সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর সপ্তম ওভারের শেষ দুই বলে সাকিবের আঘাত। সলোমন মায়ার (৭) বোল্ড এবং ব্রেন্ডন টেইলর (০) এলবিডব্লিউ হন। ম্যাচ ধরার চেষ্টা করা ক্রেইগ আরভিন (১১) ফেরেন দশম ওভারে। মাশরাফীর বলে তিনিও সাব্বিরের হাতে ধরা পড়েন।


সিকান্দার রাজাকে নিয়ে জুটি গড়ার আশায় থাকা ক্রেমারকে (২৩) ফেরান রুবেল। ৩০তম ওভারের প্রথম বলে এলবিডব্লিউ হন। রাজার সঙ্গে তার জুটি ২৭ রান পর্যন্ত লম্বা হয়।


রাজাকে (৩৯) ফেরান মোস্তাফিজুর রহমান। ৩৩তম ওভারের প্রথম বলে ফিজকে চার মারেন। পরের বলে প্লেডঅন হয়ে পথ ধরেন। রাজা প্রথম ম্যাচে করেছিলেন ৫২। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮১ রানে অপরাজিত ছিলেন।


ইনিংসের শেষটা টানেন ফিজই। জার্ভিসকে (১০) মাহমুদউল্লাহর ক্যাচ বানিয়ে। তাতে ৬.৩ ওভার হাত ঘুরিয়ে ৩ মেডেনসহ ১৬ রানে ২ উইকেট প্রাপ্তি মোস্তাফিজের।


সাকিব ইনিংসের সেরা বোলার। ৯ ওভারে ২ মেডেনসহ ৩৪ রানে ৩ উইকেট তার। ২টি করে উইকেট গেছে মাশরাফী ও সানজামুলের ঝুলিতেও।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com