শিরোনাম
টস জিতে ব্যাটিং-এ বাংলাদেশ
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৮, ১২:২৩
টস জিতে ব্যাটিং-এ বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্বান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।


ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছিলো বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে ১৬৩ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফেলে মাশরাফির দল।


ফাইনালে উঠতে এই ম্যাচ জিততেই হবে জিম্বাবুয়েকে। সেই লক্ষ্যে দারুণ শুরু করেছে গ্রায়েম ক্রেমারের দল। দ্বিতীয় ওভারের প্রথম বলেই বাংলাদেশের ওপেনার এনামুল হককে (১) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জিম্বাবুয়ে পেসার কাইল জার্ভিস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২.৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ১২ রান।


ফিরতি লিগে মঙ্গলবার নিজেদের প্রথম ও টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ খেলতে নামলো বাংলাদেশ। আগের ২ খেলায় ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে টাইগাররা। অপরদিকে ৩টি করে ম্যাচ খেলে সমান ৪ পয়েন্ট রয়েছে জিম্বাবুয়ে ও শ্রীলংকার। রান রেটে এগিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে জিম্বাবুয়ে।


বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন ও সানজামুল ইসলাম।


জিম্বাবুয়ে দল : গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মির, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, রায়ান মারে, টেন্ডাই চিসোরো, ব্রেন্ডন মাভুতা, ব্লেসিং মুজারাবানি, ক্রিস্টোফার মোফু, টেন্ডাই চাতারা ও কাইল জার্ভিস।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com