শিরোনাম
জয়ের লক্ষ্যে ব্যাট করছে শ্রীলঙ্কা
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৮, ১৭:২১
জয়ের লক্ষ্যে ব্যাট করছে শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিজে নিজেদের রাখতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই লঙ্কানদের সামনে। এমন পরিস্থিতিতে জিম্বাবুয়ের দেয়া লক্ষ্য পাড়ি দিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপুল থারাঙ্গাকে হারিয়ে ১৭ ওভারে লঙ্কানদের সংগ্রহ ৭৮ রান। থিসারা পেরেরা ৪২ ও কুশল মেন্ডিস ১৬ রান নিয়ে অপরাজিত আছেন।


রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। পেরেরা ও প্রদীপের বোলিং তোপে ৪৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।


শুরুতে ব্যাটিংয়ে নেমে দলকে সুন্দর সূচনা এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা ও সুলেমান মীরে। উদ্বোধনী জুটি এ দুজন প্রথম ১০ ওভারেই তুলেন ৪৪ রান। এরপরই ধাক্কা খায় জিম্বাবুয়ে। পেরেরার বলে থারাঙ্গার হাতে আউট হয়ে ফেরত যান মাসাকাদজা (২০)। মাসাকাদজার আউটের ৫ রান পরই আবারো আঘাত হানেন পেরেরা। এবার ব্যাটসম্যান ক্রেইগ অরভিন। দলীয় ৪৯ রানে থারাঙ্গার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের হাত ধরেন অরভিন (২)।


শ্রীলঙ্কার তৃতীয় উইকেটের পতন ঘটে দলীয় ৫৬ রানে। এবারও বোলার পেরেরা। এবার আউট হন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মীরে। উইকেটের পেছনে ডিকাভেলার হাতে ক্যাচ দিয়ে পেরেরার তৃতীয় শিকারে পরিণত হন মীরে (২১)। এরপর দলীয় ৭৩ রানে সিকান্দার রাজা (৯) সানদাকানের বলে আউট হলে রানের চাকা আস্তে আস্তে স্লথ হতে থাকে।


পঞ্চম উইকেট জুটিতে দলের হাল ধরেন টেলর ও ওয়েলার। এ দুজন দলকে ১৩৯ রান পর্যন্ত টেনে নিয়ে যান। এরপর আবার জিম্বাবুয়ে শিবিরে ছন্দপতন। ওয়েলার (২৪) করে সানদাকানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর মুর কোন বল ফেস না করেই রান আউটের শিকার হন।


টেইলর দলীয় ১৭১ রানে সপ্তম উইকেট হিসেবে আউট হন। এর আগে তিনি ৮০ বলে ৬টি চারের সাহায্যে ৫৮ রানের ইনিংস উপহার দেন। শেষদিকে অধিনায়ক ক্রেমারের ৪২ বলে ৩টি চারের সাহায্যে ৩৪ রান দলকে ১৯৯ রানে পৌছাতে সাহায্য করে।


শ্রীলঙ্কার পক্ষে থিসারা পেরেরা ৪টি, নুয়ান প্রদীপ ৩টি ও সানদাকান ২টি উইকেট লাভ করেন।


বিবার্তা/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com