শিরোনাম
রোনালদোর গোলে ফের চ্যাম্পিয়ন রিয়াল
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৭, ০৪:০২
রোনালদোর গোলে ফের চ্যাম্পিয়ন রিয়াল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে গ্রেমিওকে হারিয়ে প্রথম দল হিসেবে টানা দুইবার ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের অনন্য কীর্তি গড়েছে জিনেদিন জিদানের দল।


শনিবার রাতে আবু ধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ব্রাজিলের ক্লাবটিকে ১-০ গোলে হারায় রিয়াল। অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি একের পর এক আক্রমণ করে দ্বিতীয়ার্ধে জয়সূচক গোল পায় প্রথম দল হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখা ক্লাবটি।


গত বছর ডিসেম্বরে জাপানে স্বাগতিক দল কাশিমা অ্যান্টলার্সকে ফাইনালে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল। তৃতীয়বার ক্লাব বিশ্বকাপ জিতে বার্সেলোনার রেকর্ড স্পর্শ করল স্পেনের সফলতম ক্লাবটি।


চলতি মৌসুমে তৃতীয় আর ২০১৭ সালে রিয়ালের এটা পঞ্চম শিরোপা। এ বছর এর আগে জিতেছে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ।


২০১৬ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়া জিদানের অধীনে সব মিলিয়ে রিয়ালের এটা অষ্টম শিরোপা।


গ্রেমিওর সঙ্গে শিরোপা লড়াইয়ে ম্যাচের ২৩তম মিনিটে প্রথম সুযোগটি পায় রিয়াল। লুকা মদ্রিচের বিপজ্জনক ক্রস রক্ষণে প্রতিহত হলেও ফাঁকায় পেয়ে যান দানি কারভাহাল; তবে তার শট কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক।


বিরতির খানিক আগে অনেক দূর থেকে রোনালদোর দারুণ একটি ফ্রি-কিক ক্রসবারের একটু উপর দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে গোল করার মতো পজিশনে থেকেও লক্ষ্যভ্রষ্ট শট নেন পর্তুগিজ ফরোয়ার্ড।


৫৩তম মিনিটে অবশেষে গোলের দেখা মেলে। পাল্টা আক্রমণে ছুটে যাওয়া রোনালদো ডি-বক্সের পাঁচ গজ দূরে ফাউলের শিকার হলে ফ্রি-কিক পায় ইউরোপ চ্যাম্পিয়নরা। পাঁচবারের বর্ষসেরা তারকার নেওয়া শট সামনের রক্ষণ প্রাচীরের মধ্যে দিয়ে গিয়ে এক ড্রপে জালে জড়ায়।


টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদো এই নিয়ে সাতটি গোল করলেন।


৬৫তম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান বাড়তে দেননি গ্রেমিওর গোলরক্ষক। লুকা মদ্রিচের দূরপাল্লার শট ঝাঁপিয়ে ঠেকান মার্সেলো গ্রোয়ি, বল তার হাতে লেগে পোস্টে বাধা পায়।


সেমি-ফাইনালে শেষ দিকে বদলি নেমে পার্থক্য গড়ে দেওয়া গ্যারেথ বেলকে ৮০তম মিনিটে করিম বেনজেমার পরিবর্তে নামান কোচ। একটি সুযোগও পেয়েছিলেন ওয়েলসের এই ফরোয়ার্ড; তবে কাজে লাগাতে পারেননি।


তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আল জাজিরাকে ৪-১ গোলে হারিয়েছে মেক্সিকোর ক্লাব পাচুকা।


বিবার্তা/সোহাগ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com