শিরোনাম
তামিম ঝড়ে কুমিল্লার সহজ জয়
প্রকাশ : ২৮ নভেম্বর ২০১৭, ২১:৪৪
তামিম ঝড়ে কুমিল্লার সহজ জয়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রতিপক্ষ খুলনা টাইটানসকে কম রানে বেঁধে রেখে মূল কাজটা সেরে রেখেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দুই বোলার শোয়েব মালিক ও আল আমিন হোসেন। ঝড়ো ব্যাটিংয়ে বাকিটা সেরেছেন দলের অধিনায়ক বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। তামিমের অপরাজিত ৪২ বলে ৬৪ রানের সুবাদে খুলনাকে ৯ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে চলে এসেছে কুমিল্লা।


খুলনার ব্যাটসম্যানদের দাঁড়াতেই দেননি মালিক, আল আমিনরা। আগের ম্যাচে চলতি আসরের সর্বোচ্চ ২১৩ রান করা খুলনা এদিন ১০০ রানের নিচে অলআউট হওয়ার শঙ্কায় ছিল। তবে শফিউল ইসলাম ও কাইল অ্যাবেটের ব্যাটে ভর করে কোনোরকমে শতরান পার হয় দলটি। কিন্তু কুমিল্লাকে চ্যালেঞ্জ জানাতে পারেনি স্বল্প পুঁজি। উইকেটের চার পাশে শটের পসরা মেলে দলকে সহজ জয় এনে দেন অধিনায়ক তামিম ইকবাল।


টস জিতে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতে ১১১ রানে গুটিয়ে যায় সবার আগে শেষ চার নিশ্চিত করা খুলনা। তামিমের অপরাজিত ফিফটিতে ৩৭ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা খুলনা পেল তৃতীয় পরাজয়ের স্বাদ।


এক ম্যাচ পর দলে ফেরা লিটন দাসের সঙ্গে তামিমের ৬৪ রানের জুটিতে সহজ জয়ের পথে এগিয়ে যায় কুমিল্লা। অন্য দিনের মতো এদিন রানের জন্য অতটা ছটফট করেননি লিটন। চেষ্টা ছিল বল অনুযায়ী খেলার। তবে শেষ পর্যন্ত ফিরেন আরেকটি ভালো শুরু নষ্ট করে।


কাইল অ্যাবটের অফ স্টাম্পের বাইরের শর্ট বলে পুল করতে গিয়ে তালগোল পাকিয়ে আরিফুল হককে সহজ ক্যাচ দেন লিটন। ২১ রানের ইনিংসে চারটি চার।


ইমরুল কায়েসকে নিয়ে বাকিটা সহজেই সারেন তামিম। ৩০ বলে ১০টি চারের সাহায্যে অধিনায়ক তুলে নেন টুর্নামেন্টে নিজের দ্বিতীয় ফিফটি। ৪২ বলে ১২টি চারে তামিম অপরাজিত থাকেন ৬৪ রানে। তার সঙ্গে ৪৮ রানের জুটিতে ইমরুলের অবদান ২২ রান।


এর আগে শুরুতেই রাইলি রুশোকে হারায় খুলনা। মেহেদি হাসানকে এগিয়ে এসে উড়িয়ে মারতে গিয়ে সহজ ক্যাচ দিয়ে ফেরেন দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ওপেনার।


দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে তিন ওভারের টানা স্পেলে তিন উইকেট নিয়ে খুলনাকে বিপদে ফেলেন মালিক। অফ স্পিনারের বলে ফিরেন আগের ম্যাচে বড় জয়ের তিন নায়ক। বোল্ড হন নাজমুল হোসেন শান্ত। স্লগ সুইপ করতে গিয়ে তামিমের হাতে ধরা পড়েন আফিফ হোসেন। নিকোলাস পুরান স্টাম্পড হন শূন্য রানে।


২৯ রানে ৪ উইকেট হারানো খুলনার ইনিংস আর সেভাবে গতি পায়নি। বিপদে ত্রাতা হতে পারেননি মাহমুদউল্লাহ। এদিন হাসেনি আরিফুলের ব্যাটও। ঝড় তুলতে পারেননি কার্লোস ব্র্যাথওয়েট। হয়নি তেমন কোনো জুটি, ত্রিশ পর্যন্তও যেতে পারেননি কোনো ব্যাটসম্যান। সর্বোচ্চ আরিফুলের ২৪। দুই টেলএন্ডার অ্যাবট ও শফিউল ইসলামের ব্যাটে তিন অঙ্কে যায় খুলনার ইনিংস।


১৪ রানে ৩ উইকেট নেন পাকিস্তানের অফ স্পিনার মালিক। ডানহাতি পেসার আল আমিন হোসেনও ২০ রান খরচায় নেন ৩ উইকেট। চলতি আসরে এই প্রথম একাধিক উইকেট পেলেন তিনি।


বিবার্তা/সোহাগ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com