শিরোনাম
গোলশূন্য ড্র করেও শেষ ১৬’তে বার্সা
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৭, ১০:০৩
গোলশূন্য ড্র করেও শেষ ১৬’তে বার্সা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

জুভেন্টাসের বিপক্ষে ইতালির মাঠে জিততে না পারলেও এক ম্যাচ বাকি রেখে গ্রুপের সেরা হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ নিশ্চিত করেছে বার্সেলোনা।


গোলশূন্য ড্র হওয়া বুধবার রাতের ম্যাচটিতে প্রথমার্ধে দুই দলের কেউই পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি।


বার্সেলোনা ম্যাচটি শুরু করেছিল দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে বসিয়ে রেখে। বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও আক্রমণে তেমন একটা সুবিধা করতে পারেনি এরনেস্তো ভালভেরদের দল।


১৮তম মিনিটে পাওলো দিবালার শট ঠেকান গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। ২২তম মিনিটে রাকিতিচের ফ্রি-কিকে মাথা বা পা ছোঁয়াতে পারেননি ডি-বক্সে জটলায় থাকা কেউই। বল এক ড্রপ খেয়ে পোস্টে লেগে ফিরে।


প্রথমার্ধে উল্লেখযোগ্য ঘটনা আর ছিল কেবল ডাইভ দিয়ে পাওলিনিয়োর হলুদ কার্ড দেখা। ৫৬তম মিনিটে জেরার্দ দেউলাফেউয়ের বদলি হিসেবে নামেন মেসি। তবে ম্যাচে এর তেমন কোনো প্রভাব পড়েনি।


দ্বিতীয়ার্ধের শুরুতে মেসি মাঠে নামলেও জুভেন্টাসের রক্ষণ ভাঙতে পারেননি। জুভেন্টাসও নিজেদের মাঠে পুরোটা সময় চেষ্টা করে পারেনি বার্সার রক্ষণ ভেদ করতে। শেষ পর্যন্ত ম্যাড়ম্যাড়ে এক ম্যাচই উপহার পেয়েছেন দর্শকেরা ‘স্কোরলাইন ০-০’।


৬৪তম মিনিটে মেসির ফ্রি-কিক ক্রসবারের উপর দিয়ে যায়। চার মিনিট পর নিজে শট না নিয়ে লুইস সুয়ারেসকে বল বাড়াতে গিয়ে আরেকটি সুযোগ নষ্ট করেন লুকাস দিনিয়ে।


যোগ করা সময়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালার আচমকা গড়ানো শট ডানে ঝাঁপিয়ে দুর্দান্ত সেভে দলকে শীর্ষে রেখে শেষ ষোলোতে উঠিয়ে দেন টের স্টেগেন।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com