শিরোনাম
ইউএসএইডের শুভেচ্ছাদূত মাহমুদুল্লাহ
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৭, ১০:২৮
ইউএসএইডের শুভেচ্ছাদূত মাহমুদুল্লাহ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথম বাংলাদেশী অ্যাথলেট হিসেবে যুক্তরাষ্ট্র সরকারের সাহায্য সংস্থা ইউএসএইডের শুভেচ্ছাদূত হচ্ছেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।


সামাজিক উন্নয়নে সংস্থাটির বিভিন্ন কর্মসূচির প্রচার কাজে অংশ নেবেন বিপিএলে খুলনা টাইটান্সের এই অধিনায়ক।


এর মাধ্যমে সবার জন্য টেকসই শিক্ষা, সুস্বাস্থ্য, পুষ্টি নিশ্চিত করতে জনসচেতনতা বাড়াতে মাহমুদুল্লাহ ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে।


একই সাথে সমাজের সার্বিক কর্মকাণ্ডে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করবেন বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ।


রাজধানীর লং বিচ হোটেলে ইউএসএইডের সঙ্গে আগামী এক বছরের জন্য শুভেচ্ছাদূত হিসেবে সোমবার চুক্তি করবেন মাহমুদুল্লাহ। ইউএসএডের পক্ষে চুক্তি সই করবেন সংস্থাটির বাংলাদেশের মিশন প্রধান জেনিনা জারুজেলস্কি। সূত্র: বাসস


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com