শিরোনাম
রাজশাহীতে টেনিস চ্যাম্পিয়নশীপের সেমিফাইনাল অনুষ্ঠিত
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৭, ২০:০৫
রাজশাহীতে টেনিস চ্যাম্পিয়নশীপের সেমিফাইনাল অনুষ্ঠিত
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশীপের সেমিফাইনাল পর্বের সবগুলো খেলা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার সারাদিন রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে বালকদের ১২ এবং বালিকাদের ৬টিসহ মোট ১৮টি খেলা অনুষ্ঠিত হয়।


বালক এককের খেলায় শীর্ষ খেলোয়াড় ভারতের রিশব শর্মা স্বদেশী অরিয়ান জাভেরিকে ৬-৩, ৬-০ সেটে পরাজিত করেন। এছাড়া ভারতের কুশান শাহ স্বদেশি আমান প্যাটেলকে ৬-২, ৬-৪ সেটে হারিয়ে ফাইনাল রাউন্ড নিশ্চিত করেছেন।


বালক দ্বৈত সেমিফাইনালে ভারতের তারুস বাগাই এবং তুষার শর্মা জুটি মালোশিয়ার নওফল সিদ্দিক কামারুজ্জামান এবং ভারতের অভিনব নালাপরেদ্দিকে ৬-৪, ৬-২ সেটে হারিয়েছেন।


এছাড়া যুক্তরাষ্ট্রের মারিয়াপ্পা এবং ভারতের অর্থাব লিমা বাংলাদেশের নাইমুল ইসলাম এবং অর্ণব শাহাকে ৬-৩, ৬-২ সেটে হারিয়েছেন।


তাছাড়া ভারতের প্যাটেল এবং জাভেরি জুটি বাংলাদেশের রনজিত সরকার এবং মে. ইমন জুটিকে ৬-০, ৬-৩ সেটে এবং বাংলাদেশের মো. রানা ও ভারতের শ্রী ভাস্তাভা জুটি ভারতের কুশান সাহা ও ঋষি আপনকে ৩-৬, ৬-৩, ১০-৬ সেটে পরাস্থ করেছেন।


অন্যদিকে ভারতের সুভাস পরমাসিভাম ও বুপাঠি শক্তি ভেল জুটি হংকংয়ের টিন চি কোবে ওয়ান এবং কমলাম কোলেমান ওয়াং জুটিকে ৬-৭, ৬-০, ১০-৬ সেটে হারিয়েছে।


আরোক ম্যাচে ভারতের কেভিন প্যাটেল এবং অরিয়ান জাভেরি জুটি চাইনিজ তাইপের চানলিয়েন চেং ও পিন জু ইউকে ৬-৩, ৪-৬, ১০-৬ সেটে পরাজিত করেছেন।


আর ভারতের আমানকে প্যাটেল ও জয়েসভিন সিদানা জুটি স্বদেশী পরমাসিভাম ও শক্তি ভেলকে ৩-৬, ৬-৪, ১০-৬ সেটে পরাজিত করে নিজেদের নিয়ে গেছেন ফাইনালে।


বালিকা এককে চাইনিজ তাইপের উই নিং ফ্যাং স্বদেশী লিং সুয়াং উইকে ৬-৩, ৭-৬ সেটে পরাজিত করেছেন। এছাড়া এই খেলায় চায়নার ওয়ান জ্যাং যুক্তরাষ্ট্রের আনিয়া কথাকোটাকে ৬-১, ৬-০ সেটে হারিয়ে ফাইনাল রাউন্ডে খেলার স্থান করে নিয়েছেন।


বালিকা দ্বৈত সেমিফাইনালে চাইনিজ তাইপের জুটি উই নিং ফ্যাং এবং ইউ চিন টিসাই ভারতের শ্রেয়া চক্রবর্তী ও রাইনা জাফরকে ৬-১, ৬-২ সেটে পরাজিত করেছেন। এছাড়া চাইনিজ তাইপের চেং চেং লিওয়া এবং মাং হুসান ওয়েং চায়নার সি ওয়েং ট্যাং ও ইনি ঝ্যাংকে ৬-১, ৭-৬ সেটে হারিয়ে নিজেদের নিয়ে গেছেন চূড়ান্ত পর্বের খেলায়।


অন্যদিকে চায়নার ঝ্যাং ও ইউ টিসাই ৬-২, ৬-২ সেটে স্বদেশী জুটি ট্যাং এবং জ্যাং জুটিকে হারিয়েছেন। একই ভেন্যুতে রোববার সকাল থেকে ফাইনাল রাউন্ডের খেলা শুরু হবে। খেলা শেষে বিকেলে রয়েছে সমাপনি অনুষ্ঠান। এর মধ্যে দিয়ে ১৩ দেশের অংশগ্রহণে চলমান আন্তর্জাতিক টেনিসের ২৬তম আসর শেষ হবে।


বিবার্তা/রিমন/সোহাগ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com