শিরোনাম
নাইজেরিয়ার কাছে ৪-২ গোলে হার আর্জেন্টিনার
প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৭, ০৯:৩২
নাইজেরিয়ার কাছে ৪-২ গোলে হার আর্জেন্টিনার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতিপর্বে লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে নাইজেরিয়ার কাছে ৪-২ গোলে হেরেছে আর্জেন্টিনা।


ম্যাচের প্রথমার্ধে দুই গোলে এগিয়ে গিয়েছিল হোর্হে সাম্পাওলির দল। কিন্তু চমৎকারভাবে ঘুরে দাঁড়ানো সুপার ঈগলদের সামনে দ্বিতীয়ার্ধে কোনো প্রতিরোধই গড়তে পারেনি দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।


রাশিয়ার রাজধানী মস্কো থেকে ১৩’শ কিলোমিটার দূরে ক্রসনাধারে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হয়। এদিন মেসিকে ছাড়াই মাঠে নামে আর্জেন্টিনা।


প্রথমার্ধে ২৭ মিনিটে প্রথম গোল করেন এভার বানেগা। আর ৩৬ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন সার্জিও আগুয়েরো। তবে বিরতির কিছু আগে ৪৪ মিনিটে প্রথম গোল পরিশোধ করেন নাইজেরিয়ার কেলেচি ইহেনাচো। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন অ্যালেক্স আইওবি ও ব্রায়ান আইডোয়ুর।


গোলরক্ষক ড্যানিয়েল আকপেয়ির ভুলের সুযোগ কাজে লাগিয়ে ২৭তম মিনিটে দলকে এগিয়ে দেন এভার বানেগা। ডি-বক্সের ঠিক বাইরে আকপেয়ি হাত দিয়ে বল ধরলে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। দারুণ শটে বল জালে পাঠান সেভিয়ার এই মিডফিল্ডার।


এগিয়ে যাওয়ার পর আক্রমণাত্মক হয়ে ওঠা আর্জেন্টিনা ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। ডান দিক থেকে ক্রিস্তিয়ান পাভোনের ক্রস পেয়ে ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে গোলটি করেন আগুয়েরো।


৪৪তম মিনিটে চমৎকার ফ্রি-কিকে ব্যবধান কমান লেস্টার সিটির ফরোয়ার্ড ইহেনাচো। গোলরক্ষক আগুস্তিন মার্চেসিন ঝাঁপিয়ে বলে হাত লাগালেও ঠেকাতে পারেননি।


দ্বিতীয়ার্ধে দুই মিনিটের ব্যবধানে দুবার বল জালে পাঠিয়ে এগিয়ে যায় নাইজেরিয়া। ৫২তম মিনিটে ইহেনাচোর পাস পেয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন আর্সেনালের ফরোয়ার্ড আইওবি। একটু পরই ইহেনাচোর পাস পেয়ে ডি-বক্সে ঢুকে প্রথম সুযোগে নেওয়া শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই অর্ধের শুরুতে বদলি নামা ডিফেন্ডার ব্রায়ান আইডোয়ু।


৭৩তম মিনিটে আইওবির দ্বিতীয় গোলে আর্জেন্টিনার ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায়। আহমেদ মুসার পাস ধরে মাসচেরানোকে কাটিয়ে জোরালো শটে বল জালে জড়ান আর্সেনালের এই ফরোয়ার্ড।


আফ্রিকা অঞ্চলের গ্রুপ বি থেকে অপরাজিত নাইজেরিয়া ইতিমধ্যে নিশ্চিত করেছে রাশিয়া বিশ্বকাপ।


নাইজেরেরিয়ার বিপক্ষে এর আগে সাতবারের দেখায় একবারই হেরেছিল আর্জেন্টিনা। ২০১১ সালে ম্যাচটি ৪-১ গোলে জিতেছিল নাইজেরিয়া। বাকি ছয় ম্যাচের পাঁচটিতে জিতেছিল আর্জেন্টিনা, অন্যটি হয়েছিল ড্র। সূত্র: ওয়েবসাইট


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com