শিরোনাম
এবার বাবার মুখোমুখি জিদানপুত্র
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০০
এবার বাবার মুখোমুখি জিদানপুত্র
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ জিনেদিন জিদান। কোচ হওয়ার পর অর্জন করেছেন সব ট্রফি। এর আগে মাদ্রিদের হয়েই খেলেছিলেন এই ফরাসি লিডেন্ড। বাবার পথ ধরে আট বছর বয়সে বার্নাব্যুতে পা রাখে জিদান পুত্র এনজো জিদান। রিয়ালের একাডেমিতে বাবার ছত্রছায়ায়ই গড়ে উঠেছে এনজোর ফুটবলীয় ভিত। তবে এবার কিংবদন্তি বাবার মুখোমুখি হতে যাচ্ছেন এনজো।


রিয়াল মাদ্রিদে তারকাদের ভিড়ে প্রথম একাদশে খেলার সুযোগই মিলছিল না এনজোর। তাই ক্লাব ছাড়তে বাধ্য হন তিনি। গত গ্রীষ্মে আরেক স্প্যানিশ ক্লাব আলাভেসে যোগ দেন এনজো। লা লিগায় আগামীকাল (শনিবার) রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে আলাভেস। খেলোয়াড় হিসেবে যেখানে বেড়ে উঠেছেন সেই রিয়ালের বিপক্ষেই মাঠে নামবেন এ ফরাসি মিডফিল্ডার যেখানে প্রতিপক্ষের ডাগআউটে থাকবেন বাবা জিদান।


২০০৪ সালে রিয়াল মাদ্রিদের যুব একাডেমিতে যোগ দেন এনজো জিদান। এরপর রিয়াল মাদ্রিদের 'বি' দলের হয়ে খেলেন তিনি। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের সিনিয়র দলের জার্সিতে একমাত্র ম্যাচটিতে খেলেন জিদানের ছেলে। কোপা ডেল রে'র ম্যাচটিতে রিয়ালের জার্সিতে অভিষেক ম্যাচেই গোল করেন কোচ জিদানের ছেলে।


আলাভেসের জার্সিতে এনজো'র অভিষেক হয় চলতি বছরের ২৬ আগস্ট। সেই ম্যাচটিতে ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে ০-২ গোলে হেরে যায় আলাভেস।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com