শিরোনাম
দ.আফ্রিকা একাদশের বিপক্ষে ভাল অবস্থানে টাইগাররা
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১০:৫৩
দ.আফ্রিকা একাদশের বিপক্ষে ভাল অবস্থানে টাইগাররা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ভালো অবস্থানে বাংলাদেশ দল। প্রথম দিনের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে দলীয় ৩০৬ রানে ইনিংস ঘোষণা করেছে মুশফিক বাহিনী।


প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে সবাই রান পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ রান করেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মমিনুল হক সৌরভ। ৭৩ বলে ৬৮ রান করেন। এছাড়াও অধিনায়ক মুশফিকুর রহীম ৬৩, সাব্বির রহমান ৫৮, সৌম্য সরকার ৪৩, ইমরুল ৩৪ রান করেন।


টাইগার দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মমিনুল হক রান করেও সন্তুষ্ট নন বলে জানান তিনি। দেশের বেসরকারি একটি টিভিকে জানিয়েছেন, ‘নতুন বল খেলার ইচ্ছা ছিল। তাই ফিফটি নিয়ে সন্তুষ্ট নই। তবে আল্লাহর রহমতে এই কন্ডিশনে সবাই মানিয়ে নিয়েছে। ব্যাটসম্যানরা সবাই রান পেয়েছে। পিচে অবশ্য শট বল হয়েছে অনেক। এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিলে চ্যালেঞ্জ, নয়তো চ্যালেঞ্জ না। আমার কাছে সহজ মনে হয়েছে। দলের বাকী ব্যাটসম্যানরাও দারুণ খেলতে পেরেছে।’


উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুর টেস্টে একাদশে ছিলেন না বাংলাদেশের এই টেস্ট স্পেশালিস্ট ক্রিকেটার। চট্টগ্রাম টেস্টে দলে ডাক পেয়েও দ্বিতীয় ইনিংসে আট নম্বরে ব্যাটিং করেছেন তিনি। দীর্ঘদিন ধরেই টিম ম্যানেজমেন্টের চোখে চোখে আছেন মমিনুল। একটু খারাপ ফর্মই তাকে ছিটকে দিতে পারে দল থেকে। আর তাই মমিনুল হকও ভালো খেলার ব্যাপারে দৃঢ়প্রত্যয়ী।


প্রস্তুতি ম্যাচের বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, সৌম্য সরকার, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশীষ রায় ও শফিউল ইসলাম।


ক্রিকেট সাউথ আফ্রিকা আমন্ত্রিত একাদশ: এইডেন মারক্রাম (অধিনায়ক), টিলাদি বোকাকো, ওকুলে চেলে, ম্যাথু ক্রিস্টেনসেন, মাইকেল কোহেন, আইজ্যাক ডিকগালে, জুবায়ের হামসা, হেইনরিক ক্লাসেন, মিগায়েল প্রিটোরিয়াস, ইয়াসিন ভাল্লি, শন ভন বার্গ, লোয়ানডিসওয়া জুমা।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com