শিরোনাম
ডেঙ্গু জ্বরে আক্রান্ত আশরাফুল
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৪:১৫
ডেঙ্গু জ্বরে আক্রান্ত আশরাফুল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মেট্রোপলিটন দলেও তারকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। এতে চলমান এনসিএলের ম্যাচ (ঢাকা মেট্রো-চট্টগ্রাম) অসমাপ্ত রেখেই ঢাকায় আসতে হয়েছে আশরাফুলকে। সোমবার সকাল এগারোটায় বিমানযোগে আশরাফুলকে ঢাকায় পাঠানো হয়। মূলত উন্নত চিকিৎসার জন্যই আশরাফুলকে তড়িঘড়ি করে ঢাকায় আনা হয়েছে।


শুক্রবার, ম্যাচের প্রথম দিন দুর্দান্ত সেঞ্চুরির পর দ্বিতীয় আর মাঠে নামেননি আশরাফুল। জ্বর নিয়ে ড্রেসিংরুমেই বাকি সময় কাটান তিনি। এরপর রবিবার চট্টগ্রামের মেডিসিন স্পেশালিস্ট সুজিত সাহার পরামর্শে রক্ত পরীক্ষা করান তিনি। পরীক্ষায় ধরা পরে তার ডেঙ্গু জ্বর।


আশরাফুলের দল ঢাকা মেট্রোপলিটনের ম্যানেজার আমিন খান বলেন, ‘শুক্রবারই রাত থেকে আশরাফুলের জ্বর ছিল। চট্টগ্রামে ডাক্তারের পরামর্শে রক্ত পরীক্ষা করা হলে তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে। সোমবার তাকে ঢাকায় পাঠানো হয়েছে। সেখানেই উন্নত চিকিৎসা দেয়া হবে।‘


চলতি মৌসুমে এনসিএলের প্রথম শতক এসেছিল আশরাফুলের ব্যাটেই। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে ১০৪ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন তিনি।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com