শিরোনাম
মিনিস্টার ফ্রিজ-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে ৮ দল
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪০
মিনিস্টার ফ্রিজ-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে ৮ দল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
মিনিস্টার ফ্রিজ-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে জয়ী হয়ে ৮টি দল কোয়ার্টার ফাইনালে উঠেছে।

রবিবার রাজধানীর শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। কোয়ার্টার ফাইনালে উঠা দলগুলো হলো- রেডিও টুডে, এনটিভি, আরটিভি, বাংলাভিশন, বাংলা নিউজ, জিটিভি, এটিএন বাংলা ও আমাদের সময়।

প্রথম ম্যাচে রেডিও টুডে ২-১ গোলে কালের কন্ঠকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন রেডিও টুডের তারিকুল ইসলাম। দ্বিতীয় ম্যাচে এনটিভি ১-০ গোলে মানবজমিনকে পরাজিত করে। বিজয়ী দলের হাসান জাভেদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। তৃতীয় ম্যাচে আরটিভি ৪-০ গোলে যমুনা টিভিকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন রাজীব খান।

চতুর্থ ম্যাচে বাংলাভিশন ৪-১ গোলে চ্যানেল ২৪ কে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বাংলাভিশনের মিজান সবুজ। পঞ্চম ম্যাচে বাংলা নিউজ ২৪.কম ৪-২ গোলে বিডি নিউজ ২৪.কমকে পারাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বাংলা নিউজের সাঈদ শিপন। পরের ম্যাচে জিটিভি টাইব্রেকারে ৩-২ গোলে ডেইলি স্টারকে হারায়। ম্যাচ সেরা হয়েছেন জিটিভির গাউসুল আযম। সপ্তম ম্যাচে এটিএন বাংলা ১-০ গোলে বাসসকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন এটিএন বাংলার কামরুজ্জান রাজীব। দিনের শেষ খেলায় আমাদের সময় ২-১ গোলে যুগান্তরকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের আসাদুর রহমান।

আজকের বিভিন্ন খেলায় অতিথি হিসেবে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক ছাঈদ হাসান কানন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্কের (মিনিস্টার ফ্রিজ)-এর উর্ধ্বতন কর্মকর্তা ডা. উজ্জ্বল কুমার রায়, যুগান্তর পত্রিকার ক্রীড়া সম্পাদক পারভেজ আলম চৌধুরী, বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের সাবেক কোচ মোজাম্মেল হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাবলিক রিলেশন অফিসার আহসান আহমেদ অমিত। সহ-সভাপতি আবু দারদা যোবায়ের, অর্থ সম্পাদক মানিক মুনতাসির, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য সাখাওয়াত সুমন, এটিএন বাংলার নিউজ এডিটর আশরাফুর কবির আসিফ, ক্রীড়া কমিটির সদস্য আমিনুল হক মল্লিক, কাজী শহীদুল আলম, সাহাব উদ্দিন সাহাব ও স্বপন বসু।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির ব্যবস্থাপনায় এবং মিনিস্টার ফ্রিজের পৃষ্ঠপোষকতায় এবারের টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার গড়ব বাংলাদেশ।

আগামীকালের খেলা: কোয়াটার ফাইনাল

প্রথম ম্যাচ - সকাল ০৯:০০ টায় : জিটিভি বনাম আমাদের সময়

দ্বিতীয় ম্যাচ - সকাল ০৯:৩০ টায় : আরটিভি বনাম এটিএন বাংলা

তৃতীয় ম্যাচ - সকাল ১০:০০ টায় : বাংলা নিউজ বনাম রেডিও টুডে

চতুর্থ ম্যাচ - সকাল ১০:৩০ টায় : বাংলাভিশন বনাম এনটিভি


বিবার্তা/বিজ্ঞপ্তি/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com