শিরোনাম
অবশেষে বুফন দুর্গে আঘাত হানলেন মেসি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৪৭
অবশেষে বুফন দুর্গে আঘাত হানলেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সন্দেহ নেই, এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। ক্যারিয়ারে পাঁচ শতাধিক গোল করেছেন। তবে কোনো এক অদৃশ্য ধাঁধায় জুভেন্টাসের কিংবদন্তী ইতালিয়ান গোলরক্ষক জিওনলুইজি বুফনের বিপক্ষে গোল করতে পারছিলেন না বার্সেলোনার এ স্ট্রাইকার। তবে মঙ্গলবার রাতে সেই বুফন-ধাঁধা কাটিয়েছেন মেসি। ন্যু-ক্যাম্পে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মেসির জোড়া গোলে জুভেন্টাসকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।

 

গত মৌসুমে জুভেন্টাসের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরে মর্যাদার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়তে হয়েছিল বার্সেলোনাকে। এবার মৌসুমের শুরুতেই সেই দলটিকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে গত মৌসুমের হারের প্রতিশোধ নিল কাতালান ক্লাবটি।

 

 

গত রাতে বার্সার জয়ে প্রথম গোলটি করেন মেসি। ম্যাচের ৪৫ মিনিটে জিয়ানলুইজি বুফনকে পরাস্ত করেন তিনি। বিশ্রাম শেষে ম্যাচের ৫৪ মিনিটে ঘটে ম্যাচের মোড় ঘুড়িয়ে দেয়া এক ঘটনা। পিয়ানিচ মেসিকে ফাউল করলে বাঁশি বাজান রেফারি। মেসি এতেও সন্তুষ্ট না হয়ে হলুদ কার্ডের দাবি জানিয়ে রেফারির ঘাড়ে হাত দেন। এতে হলুদ কার্ড জোটে মেসির। মিনিট খানেক পরেই নিজের ক্ষোভ অন্যভাবে প্রকাশ করলেন মেসি। ডান প্রান্ত দিয়ে একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ডিফেন্ডার স্তুরারোকে পাস দেন মেসি। স্তুরারোর বাড়ানো বলে ৫৬ মিনিটে বার্সার ব্যবধান দিগুণ করে ইভান রাকিটিচ।

 

ম্যাচের ৬৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলে বার্সাকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। ম্যাচের বাকি সময় আর গোল পায়নি কোনো দল। তাতেই ঘরের মাঠে এ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।

 

এ ম্যাচে বার্সার অভিষেকে রেকর্ড ট্রান্সফারে যোগ দেয়া দেম্বেলে গোল না পেলেও মাঠে বেশ সক্রিয় দেখা গেছে তাকে। এদিকে, জুভেন্টাসের স্ট্রাইকাররা কয়েকবার বার্সার রক্ষণ দেয়ালে হামলা চালালেও গোলের দেখা পাননি।

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com