শিরোনাম
বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট ক্রিকেট অস্ট্রেলিয়া
প্রকাশ : ২৬ জুলাই ২০১৭, ১২:২২
বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট ক্রিকেট অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়া জাতীয় দলের। এ উপলক্ষে সম্প্রতি ঢাকা সফর করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পাঁচ সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার ঢাকা ভ্রমণ শেষে বাংলাদেশের নিরাপত্তা-ব্যবস্থা নিতে সন্তোষ প্রকাশ করেছে তারা।


ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার পরিদর্শনের মাধ্যমে মঙ্গলবার প্রতিনিধি দলের ভ্রমণ শুরু হয়। এরপর মিরপুর স্টেডিয়াম পরিদর্শনে যান তারা। এসময় নিরাপত্তা ও আয়োজন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পাঁচ সদস্যের প্রতিনিধি দল।


পুলিশ ও প্রতিনিধি দলের আলোচনা শেষে পুলিশ প্রধান শহিদুল হক সাংবাদিকদের বলেন, ‘তারা আমাদের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তুষ্ট এবং খুশি। আমরা আশা করছি সফরটি নির্ধারিত সময়েই হবে। আমরা নিরাপত্তার ব্যাপারে তাদের সকল চাহিদা পূরণের চেষ্টা করেছি এবং তাদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে স্বাগত জানাতে প্রস্তুত।’


সফররত ৫ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন- ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) উভয় সংস্থার সদস্য। যদিও দেশটির ক্রিকেটে দুই পক্ষের মধ্যে বয়ে চলেছে শীতল সম্পর্কের হাওয়া। তবে বাংলাদেশ সফরে দুই পক্ষের লোক থাকায় বিসিবি আশা করছে, এফটিপির দেওয়া নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে প্রস্তাবিত সিরিজটি।


এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘সিরিজের আগে তাদের আসা অবশ্যই ইতিবাচক কিছুর ইঙ্গিত করে। সিরিজের ব্যাপারে আমরা আশাবাদী।’


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com