শিরোনাম
আইসিসি নারী একাদশের অধিনায়ক মিতালি
প্রকাশ : ২৫ জুলাই ২০১৭, ১৫:৩৬
আইসিসি নারী একাদশের অধিনায়ক মিতালি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

নারী ক্রিকেট বিশ্বকাপে ভারতকে হারিয়ে স্বপ্নের শিরোপা জিতে নিয়েছে ইংল্যান্ড নারী দল। তবে ফাইনালে হারলেও বিশ্বকাপের সেরা একাদশে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে ভারতের মিতালি রাজকে। সোমবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ তথ্য নিশ্চিত করেছে।


ভারতের তিনজন ছাড়াও আইসিসি বিশ্ব একাদশে ইংল্যান্ডের চার নারী ক্রিকেটার রয়েছে। দক্ষিণ আফ্রিকা দলের রয়েছেন তিনজন। এছাড়া অস্ট্রেলিয়া দলের এলিয়েস পেরি এই একাদশে স্থান পেয়েছেন।


নারী বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৯ রানে হেরেছে ভারত। লর্ডসে রোমাঞ্চকর ওই ফাইনালেও ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন মিতালি রাজ। পুরো টুর্নামেন্টেই তার ব্যাট আলো ছড়িয়েছে। বিশ্বকাপে সব মিলিয়ে ৪০৯ রান করেছেন মিতালি।


এর মধ্যে কোয়ার্টার ফাইনালে ভারতের ১৮৬ রানের বড় জয়ে তার ব্যাট থেকে এসেছিল ১০৯ রানের চমৎকার এক ইনিংস। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের শুরুতে ৭১, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৬, শ্রীলঙ্কার বিপক্ষে ৫৩ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিস্টলে ৬৯ রানে নিজের সেরাটা জানান দিয়েছিলেন তিনি।


আইসিসি নারী বিশ্বকাপ একাদশ : তামসিন বিঅ্যামাউন্ট, লারা ওলভার্ট, মিতালি রাজ (অধিনায়ক), এলিয়েস পেরি, সারাহ টেইলর (উইকেট রক্ষক), হারমানপ্রীত কাউর, দীপ্তি শর্মা, মারিজানে কাপ্প, ড্যান ভান নাইকার্ক, অ্যানা শ্রাবসোল, অ্যালেক্স হার্টলি।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com