শিরোনাম
ফের ছয় বলে ছয় ছক্কা!
প্রকাশ : ২৫ জুলাই ২০১৭, ১১:৪২
ফের ছয় বলে ছয় ছক্কা!
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

এক ওভারে অর্থাৎ ছয় বলে ছয়টি ছক্কা! ক্রিকেটের অতি দানবীয় ব্যাপারগুলোর মধ্যে একটি। ক্রিকেটের ইতিহাসে খুব বেশি ব্যাটসম্যান এটি করে দেখাতে পারেনি। ওভারে ছয় ছক্কা হাঁকানোর সেই সংক্ষিপ্ত তালিকায় এবার যোগ হলো রস হোয়াইটলির নাম।


হেডিংলিতে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে ইয়র্কশায়ারের বিপক্ষে মাঠে নামে উস্টারশায়ার। ডেভিড উইলির ৫৫ বলে ১১৮ রানের ঝড়ো ইনিংসে ভর করে ইয়র্কশায়ার ২৩৩ রানের পাহাড়সম স্কোর দাঁড় করায়।


উস্টারশায়ার ২৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ ওভারে সংগ্রহ করেছিল ১৩৬ রান। জয়ের জন্য ৩০ বলে ৯৮ রান দরকার ছিল উস্টারশায়ারের। পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন বাঁহাতি হোয়াইটলি। বোলার ছিলেন কার্ল কারভার। তরুণ এ বাঁহাতি স্পিনার প্রথম বলটা করেছিলেন অফ স্টাম্পের খানিকটা বাইরে। হোয়াইটলি সেই বল পাঠালেন সোজা মাঠের বাইরে। দ্বিতীয় বলটাকে লেগ সাইড দিয়ে সীমানার বাইরে। তৃতীয় বলে লং অনের উপর দিয়ে আরেকটি ছক্কা হাঁকান হোয়াইটলি। চতুর্থ বলটি ছিল ফুলটস। লেগ সাইডের উপর দিয়ে এটাকেও ছক্কা বানান তিনি। পঞ্চম বলটি ওয়াইড দেন কারভার। এরপর পরের দুই বলে একটি লং অফে ও অন্যটি সুইপ করে অন সাইডে ছক্কা হাঁকান হোয়াইটলি। সর্বসাকুল্যে ৩৭ রান সংগ্রহ হয় ওভারটিতে। যদিও ম্যাচটি জিততে পারেনি তারা। ১৯৬ রান করে থেমে যায় উস্টারশায়ারের রানের চাকা।


এর আগে, রঞ্জি ট্রফিতে ছয় বলে ছয়টি ছক্কা মেরেছিলেন ভারতের রবি শাস্ত্রী। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম এ কীর্তি গড়েছিলেন হার্শেল গিবস। নেদারল্যান্ডসের বিপক্ষে ২০০৭ বিশ্বকাপে এক ওভারে ছয় ছক্কা হাঁকান তিনি। সে বছরই আবারো ক্রিকেট বিশ্ব ছয় বলে ছয় ছক্কা দেখে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে স্টুয়ার্ট ব্রডের ছয় বলে ছয়টি ছক্কা মেরেছিলেন ভারতের যুবরাজ সিং।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com