শিরোনাম
নেইমারের দলবদলের খবর উড়িয়ে দিলেন বার্সা কোচ
প্রকাশ : ২২ জুলাই ২০১৭, ১৬:৫৭
নেইমারের দলবদলের খবর উড়িয়ে দিলেন বার্সা কোচ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ব্রাজিলিয়ান তারকা নেইমার বার্সেলোনা ছেড়ে রেকর্ডমূল্যে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যাচ্ছেন- এ খবর নিয়ে গত কয়েকদিন ধরেই ফুটবল বিশ্বে চলছে তোলপাড়। কিন্তু সব আশঙ্কাকে উড়িয়ে বার্সেলোনা ম্যানেজার আর্নেস্টো ভালভার্দে বলেন, নেইমার কোথাও যাচ্ছেন না, পুরো দলই তাকে চায়।

 

নেইমারকে বার্সেলোনায় সবাই খুব ভালোবাসে এবং সবাই চায় আরো কয়েক বছর সে কাতালান ক্লাবটিতে থাকুক এমন দাবি জানিয়ে তিনি বলেন, ‘তাকে নিয়ে যা হচ্ছে সবই গুজব। সে এই মুহূর্তে আমাদের সাথেই আছে। নেইমার এমন একজন খেলোয়াড় যাকে সবাই ভালোবাসে এবং দলে চায়।’  

 

বার্সা কোচ আরো বলেন, ‘শুধু ফুটবলার হিসেবেই নয়, ড্রেসিং রুমে একজন ভালো মানুষ ও সতীর্থ হিসেবেও তার সুখ্যাতি রয়েছে। তাকে নিয়ে যা হচ্ছে তাতে বিচলিত হওয়ার কিছু নেই। আমরা এখনো জানি না আদৌ এসব হবে কি হবে না। ভবিষ্যতের কথা এখনই বলা যায় না। কিন্তু এই মুহূর্তে এগুলো নিয়ে শঙ্কার কিছু নাই।’

 

আসন্ন মৌসুমকে সামনে রেখে বার্সেলোনার যুক্তরাষ্ট্র সফর শুরু হচ্ছে শনিবার থেকে। এদিন জুভেন্টাসের বিপক্ষে নিউ জার্সিতে ম্যাচ দিয়ে বার্সা প্রাক-মৌসুম সফর শুরু করবে। এরপর বুধবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ওয়াশিংটনে ও ২৯ জুলাই মিয়ামিতে এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে।  

 

বার্সেলোনা মিডফিল্ডার ও অধিনায়ক সার্জিও বাসকোয়েটও নেইমারের ক্লাব ছাড়ার বিষয়টিকে গুজব হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘দলবদলের সময় অনেক ধরনের কথাই হয়। এক্ষেত্রে নেইমারই একমাত্র ব্যক্তি যিনি পুরো বিষয়টা সম্পর্কে জানেন ও বলতে পারবেন। এ ব্যাপারে আমার কিছু বলার নেই। সে ইতোমধ্যেই জানে সে কোথায় আছে। আমার মনে হয় না বিষয়গুলো নিয়ে নেইমার নিজেও খুব একটা স্বস্তিতে আছে। আশা করছি, আরো কয়েক বছর সে বার্সেলোনায়ই থাকবে।’

 

বার্সেলোনা ডিফেন্ডার জেভিয়ার মাসচেরানো বিশ্বাস করেন ২৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার আরো কয়েক বছর কাতালান জায়ান্টদের সাথেই থাকবেন। মাসচেরানো বলেন, নেইমার এখনো তরুণ। সে আমাদের ক্লাবের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বয়সের কারণেই বার্সেলোনায় তার জন্য উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে। আশা করছি সে এই সুযোগ নেবে।  

 

এদিকে, বিভিন্ন গণমাধ্যমের দাবি নেইমার ইতোমধ্যেই তার সতীর্থদের কাছে দল ছাড়ার বিষয়টি জানিয়েছেন। কিন্তু মাসচেরানো বলেন, এ ধরনের কোনো কথা নেইমার এ পর্যন্ত কোনো খেলোয়াড়ের সাথে আলোচনা করেননি। মাসচেরানোর মতে, এ ব্যপারে নেইমারকে কোনো ধরনের পরামর্শ দেয়াটা কঠিন। শুধু এটুকু বলতে চাই তাকে দলে পেয়ে আমি সত্যিই দারুণ খুশি।

 

বার্সেলোনার হয়ে এ পর্যন্ত নেইমার ১৮৬ ম্যাচে করেছেন ১০৫ গোল। আর জাতীয় দলের জার্সি গায়ে ৭৭ ম্যাচে করেছেন ৫২ গোল।

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com