শিরোনাম
টাইগার শিবিরে আবারো আসছেন রামানায়েকে!
প্রকাশ : ২১ জুলাই ২০১৭, ২০:০০
টাইগার শিবিরে আবারো আসছেন রামানায়েকে!
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

শ্রীলঙ্কার চাম্পাকা রামানায়েকে পুনরায় বাংলাদেশের বোলিং কোচ হতে পারেন। লঙ্কান গণমাধ্যমসহ ক্রিকইনফো এ তথ্য দিয়েছে।


বর্তমান বোলিং কোচ কোর্টনি ওয়ালশের পাশাপাশি চাম্পাকা রামানায়েকে বিসিবির হাই পারফরম্যান্স দলের পেস বোলিং কোচ হতে পারেন।


২০০১ সালে শ্রীলঙ্কা দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পান চাম্পাকা রামানায়েকে। এরপর ২০০৮ সালে তিনি বাংলাদেশের প্রথম বোলিং কোচ হিসেবে নিয়োগ পান। বাংলাদেশ থেকে আবার তিনি যোগ দেন শ্রীলঙ্কা দলে। ২০১৫ সাল থেকে শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্ব পালন করছিলেন তিনি।


কিন্তু দুই বছরের মাথায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে তার সম্পর্কে ছেদ ঘটল। শুক্রবার সকালে তিনি শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি সরে দাঁড়ানোয় শ্রীলঙ্কার পেস বোলিং কোচ হয়েছেন চামিন্দা ভাস। শ্রীলঙ্কা ও ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রামানায়েকে বাংলাদেশে আসছেন।
বিসিবির এইচপি দলের পেস বোলিং কোচ হিসেবে তিনি দায়িত্ব নিবেন। ভবিষ্যতে যাতে বাংলাদেশ দল ভালো কিছু পেস বোলার পায় সে লক্ষ্যেই তাকে নিয়োগ দেবে বিসিবি।


তবে রামানায়েকে এ বিষয়ে মুখ খোলেননি। তিনি জানিয়েছেন বাংলাদেশ ছাড়াও বেশ কয়েকটি জায়গা থেকে প্রস্তাব পেয়েছেন তিনি। সে কারণেই শ্রীলঙ্কার বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com