শিরোনাম
আজ তাজিকিস্তানের মুখোমুখি বাংলাদেশ
প্রকাশ : ২১ জুলাই ২০১৭, ০৯:৪৭
আজ তাজিকিস্তানের মুখোমুখি বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

এএফসি অনূর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে আজ শুক্রবার ই গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ তাজিকিস্তান। প্যালেস্টাইনের হেবরনের দুরা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষে ৭-০ গোলে হেরেছিল বাংলাদেশ। গ্রুপের অন্য ম্যাচে তাজিকিস্তান ২-২ ড্র করে স্বাগতিক প্যালেস্টাইনের সঙ্গে।


বাংলাদেশে থাকতে বাছাই পর্বে একটি জয় পাওয়ার আশা ঘুরেফিরে জানিয়েছিলেন ওর্ড। জর্ডান ম্যাচের ভরাডুবির পরও সে আশায় আছেন অস্ট্রেলিয়ান কোচ। তবে ফুটবলারদের মানসিকতার দুর্বলতা ভাবনায় ফেলেছে ওর্ডকে, ‘দলের যে কঠিন দিকটা আমি খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে আমরা ভীষণ ভঙ্গুর মানসিকতার। যখন তাদের দেশের বাইরে খেলতে নেয়া হয়, ছেলেরা আগের ম্যাচগুলোর ফলে ভীত এবং স্নায়ুচাপে থাকে।’


বাফুফে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, ‘আমাদের সবসময় জয়ের চেষ্টা নিয়ে ম্যাচ খেলতে হবে। যদি ড্র নিয়ে ফিরতে পারি, তাহলেও এ মুহূর্তে সেটা আমাদের জন্য একটা সাফল্য হবে।’


প্রথম ম্যাচে জর্ডানের সঙ্গে কোন দিক থেকেই পেরে ওঠেনি বাংলাদেশ। রক্ষণ সামলে আক্রমণে যাওয়ার যে ছকের কথা দেশে থাকতে বলেছিলেন ওর্ড। তা উড়ে গেছে প্রতিপক্ষের গতির কাছে। আগের ম্যাচ ভুলে এখন সামনে তাকাচ্ছেন ওর্ড, ‘এখন সম্ভবত আগের ম্যাচের হারের কারণ অনুসন্ধানে খুব গভীরে যাওয়ার সময় নয়। আমাদের হাতে আরও দুটো ম্যাচ আছে এবং এ দিকে মনোযোগ দেয়া দরকার। টুর্নামেন্ট শেষে যখন সবকিছুর নিষ্পত্তি হবে, তখন এই সফরের তথ্য ও অভিজ্ঞতা বিশ্লেষণ করা হবে গুরুত্বপূর্ণ।’


তাজিকিস্তান বাংলাদেশের চেয়ে খানিকটা উপরের স্তরের দল। তবে জর্ডান ও প্যালেস্টাইনের মতো এত শক্তিশালী নয়। জাতীয় দল বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ে তাজিকিস্তানের বিপক্ষে হারলেও একটি হোম ম্যাচে ড্র করেছিল।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com