শিরোনাম
কুমিল্লার নতুন ‘আইকন’ তামিম
প্রকাশ : ১৮ জুলাই ২০১৭, ১৩:০১
কুমিল্লার নতুন ‘আইকন’ তামিম
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর মাঠে গড়াবে নভেম্বরে। সে হিসেবে টুর্নামেন্ট শুরু হতে বাকি আরো চার মাস। তবে এরই মধ্যে দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার বাংলাদেশের আইকন খেলোয়াড়দের মধ্যে সাকিব ও মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া প্রায়ই সবাই দল বদল করছে।


গত দুই মৌসুমে মাশরাফি বিন মুর্তজার অধীনে বিপিএলে লড়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তার নেতৃত্বে প্রথমবারের মতো ২০১৫ আসরে শিরোপাও জিতে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে সুবিধা করতে পারেনি শেষ আসরে। এবার তাই পেশাদারিত্বের টানে নতুন আইকন ক্রিকেটারকে দলে ভিড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি।


মাশরাফি মুর্তজার বদলে আসন্ন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন হক্রিকেটার হচ্ছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। একইসাথে বিপিএলের পঞ্চম আসরে দলটির কোচের ভূমিকায় দেখা যাবে কুমিল্লার ঘরের ছেলে মোহাম্মদ সালাউদ্দিনকে। সোমবার দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার নাফিসা কামাল।


তামিম ইকবালকে দলে পেয়ে উচ্ছ্বসিত দলটির নতুন কোচ সালাউদ্দিন। তামিমের প্রশংসা করে তিনি বলেন, ‘বিসিবি ও তামিমের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যকে তাকে আমরা দলে নিয়ে এসেছি। সে দেশসেরা ওপেনারই নয় বিশ্বসেরা ব্যাটসম্যানদের একজন। তাকে দলে পেয়ে আমরা উচ্ছ্বসিত।’


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com