শিরোনাম
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টেও দুর্দান্ত জিম্বাবুয়ে
প্রকাশ : ১৫ জুলাই ২০১৭, ১২:০৫
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টেও দুর্দান্ত জিম্বাবুয়ে
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

শ্রীলঙ্কা সফরে জিম্বাবুয়ের ধারাবাহিক সাফল্য অব্যাহত রয়েছে। ওয়ানডে সিরিজ জয়ের পর একমাত্র টেস্টেও দুর্দান্ত খেলছে সফরকারীরা। প্রথম ইনিংসে ক্রেইগ এরভিনের ১৬০ রানের ওপর ভর করে ৩৫৬ রান করেছেন জিম্বাবুয়ে।


জবাবে প্রথম ইনিংসে ব্যাট করছে লঙ্কানরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ১৫ ওভার শেষে বিনা উইকেটে ৫৬ রান। উপুল থারাঙ্গা ৪০ ও দিমিথ করুনারত্নে ১৪ রান ব্যাট করছে।


এর আগে, শুক্রবার কলম্বো টেস্টের প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে ৩৪৪ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। শনিবার দ্বিতীয় দিনের মতো ব্যাটিংয়ে নামে গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান ক্রেইগ এরভিন (১৫১) ও ডোনাল্ড ত্রিপানো (২৪)। তবে এদিন খুব একটা সুবিধা করতে পারেননি তারা। গতকালের ৩৪৪ রানের সঙ্গে মাত্র ১২ যোগ হওয়ার পর ব্যক্তিগত ২৭ রানেই বিদায় নেন ত্রিপানো। পরের ওভারেই ১৬০ রান করে সাজঘরে ফেরেন এরভিন।


লঙ্কানদের পক্ষে হেরাথের ৫ উইকেট ছাড়াও লাথিরু কুমরা, অ্যাসুলা গুণেরত্নে দুটি করে উইকেট নেন।


এর আগে, প্রথম দিন এরভিন ছাড়া প্রথম সারির ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে না পারলেও তাদের বিশোর্ধ্ব ও ত্রিশোর্ধ্ব ইনিংসগুলো বড় সংগ্রহের পথে রাখে জিম্বাবুয়ের। ম্যালকোম ওয়ালার ও সিকান্দার রাজা সমান ৩৬ রান করেন।


উল্লেখ্য, ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-২ এ জিতে নিয়েছে সফরকারী জিম্বাবুয়ে।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com