শিরোনাম
পুরনোরা ফিরছেন উইন্ডিজ দলে
প্রকাশ : ১৪ জুলাই ২০১৭, ১৭:০১
পুরনোরা ফিরছেন উইন্ডিজ দলে
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে দীর্ঘদিনের সঙ্কট এখন সামাধানের পথে। দেশটির ক্রিকেট বোর্ড সিডব্লিউআই ও ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউআইপিএ) সমঝোতার পর নতুন দিগন্ত দেখা দিচ্ছে। আগামী মাসের ইংল্যান্ড সফরেই দেখা যেতে পারে সব তারকা ক্রিকেটারসহ পূর্ণশক্তির ওয়েস্ট ইন্ডিজ দল।


সফরে ওয়ানডে সিরিজের জন্য ডাক পেয়েছেন ক্রিস গেইল, ড্যারেন ব্রাভো, ডোয়াইন ব্রাভো, কিরণ পোলার্ড, সুনীল নারাইনদের মতো তারকা ক্রিকেটাররা। তারকা ক্রিকেটারদের দলে নেওয়ার ব্যাপারে কিছুটা ইঙ্গিত দিয়েছেন উইন্ডিজ ওপেনার ক্রিস গেইল।


বৃহস্পতিবার ব্যাঙ্গালুরুতে এক ইভেন্টে গেইল বলেন ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের সম্পর্ক বর্তমানে উন্নতি হচ্ছে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দলে জায়গা পাননি এই জ্যামাইকান। শেষ ভারতের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে উইন্ডিজ জার্সি গায়ে নেমেছিলেন ক্রিস গেইল।


গেইল জানান, ‘বোর্ডের সঙ্গে বর্তমানে ক্রিকেটারদের সম্পর্ক আরো উন্নতি হচ্ছে। এটা অবশ্যই ভাল দিক। আমরা চেষ্টা করবো এখান থেকে সেরা কিছু খেলোয়াড় বের করে আনতে।


তিনি বলেন, উইন্ডিজ দলের হয়ে প্রতিনিধিত্ব করছি সেটা দেখে সকল ভক্তরাই খুশি হয়েছেন। আশা করছি দলের হয়ে আরো অনেক কিছু খেলতে পারবো। আশা করছি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও উইন্ডিজ দলের জার্সি গায়ে মাঠে নামতে পারবো।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com