শিরোনাম
ওপেনিং জুটিতে পাকিস্তানের দুর্দান্ত সূচনা
প্রকাশ : ১৮ জুন ২০১৭, ১৬:৪৫
ওপেনিং জুটিতে পাকিস্তানের দুর্দান্ত সূচনা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। ফাইনাল ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে টস হের ব্যাট করছে পাকিস্তান। ব্যাটিং নেমে উদ্বোধনী জুটিতে দুর্দান্ত খেলছে আজহার আলী ও ফখর জামান।


এখন পর্যন্ত ১৬ ওভার শেষে উদ্বোধনী জুটিতে ৯০ রান এসেছে। আজহার ৪২ ও ফখর ৩৫ রানে ব্যাট করছেন।


এর আগে, জাসপ্রিত বুমরাহর চতুর্থ ওভারেই ফখর জামানকে তালুবন্দী করেছিলেন ধোনি। ভাগ্য ভালোই বলতে হবে পাকিস্তানি ওপেনারের। রিভিউ শেষে টিভি আম্পায়ার জানালেন নো বলেই তালুবন্দী হয়েছেন ফকর! শেষ পর্যন্ত বিনা উইকেটেই থাকে পাকিস্তান।


রবিবার শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ায় ভারতের অধিনায়ক বিরাট কোহলি। শিরোপা জয়ের লড়াইয়ে রবিবার লন্ডনের ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হয়। খেলাটি সরাসরি দেখাচ্ছেমাছরাঙা, জিটিভি, স্টার স্পোর্টস-১ ও স্টার স্পোর্টস এইচডি-১।


ভারত-পাকিস্তান খেলা মানেই বাড়তি উত্তেজনা। শিরোপা নির্ধারণী এই ম্যাচে ভারতের টপঅর্ডার ব্যাটসম্যানের সাথে যুদ্ধ হবে পাকিস্তানের পেস বোলিং অ্যাটাকের। পুরো টুর্নামেন্ট জুড়েই ভারতের টপ-অর্ডার ব্যাটিং এবং পাকিস্তানের পেস বোলিং অ্যাটাক সেরা পারফরমেন্সই প্রদর্শনই করেছে।


পাকিস্তান দল: আজহার আলী, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শাদব খান, হাসান আলী, জুনায়েদ খান।


ভারত দল: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিং, এমএস ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জ্যাসপ্রীত বুমরাহ।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com