শিরোনাম
কাউখালীতে মাদ্রাসা শিক্ষার্থীদের হাডুডু
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৬, ১২:১৩
কাউখালীতে মাদ্রাসা শিক্ষার্থীদের হাডুডু
কাউখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিশুদের মানসিক বিকাশ খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে শুক্রবার স্থানীয় নূরানী কিন্ডার গার্টেন মাদ্রাসার উদ্যোগে মাঠে হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছুটির পরে মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীদের গঠিত লাল ও সবুজ দলের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়।


কাউখালী প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আবদুল লতিফ খসরু এ হাডুডু প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় শিক্ষার্থীদের অভিভাবক ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।


ক্ষুদে শিক্ষার্থীর অভিভাবক মো. নাসির উদ্দিন বলেন, এ প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিশুদের বাংলা ও ইংরেজি পড়ানো হয়। শিশুদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুব্ধ করার জন্য এই প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনসহ শিক্ষার্থীদের জাতীয় সংগীত গাওয়ানো হয়।



প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ওদের মানসিক বিকাশের লক্ষ্যে ও একটি আনন্দ দিতে এ উদ্যোগটি সত্যিই প্রশংসার দাবিদার।


উল্লেখ্য, বেসরকরিভাবে পরিচালিত কৃষি ব্যাংক সংলগ্ন নূরানী কিন্ডার গার্টেন মাদ্রাসাটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটিতে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করানো হয়।


খেলাটি পরিচালনা করেন, প্রতিষ্ঠানটি পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য ফরিদ উদ্দিন মান্নু। খেলা শেষে প্রতিটি শিশু খেলোয়ারকে পুরস্কার হিসেবে খাতা-কলম দেয়া হয়।


বিবার্তা/বশির/জেমি/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com