শিরোনাম
১৭০ রানের জুটি গড়ে ফিরলেন তামিম
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ১৩:৩৫
১৭০ রানের জুটি গড়ে ফিরলেন তামিম
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে সেঞ্চুরি তুলে নেয়ার পর পরই মইন আলীর বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যানবাংলাদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ১৪৭ বলে ১২টি চারের সাহায্যে ১০৪ রান করেন তিনি।


এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৮৪ রান। মুমিনুল হক ৬৫ ও মাহমুদুল্লাহ ৮ রানে ব্যাট করছেন।


এর আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। সে সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে দারুণ ব্যাটিং করেন তামিম ইকবাল। তামিম-মুমিনুল ১৭০ রানের জুটি গড়েন।


বাংলাদেশ দলের শুরুটা অবশ্য ভালো হয়নি। ইনিংসের তৃতীয় ওভারেই ক্রিস ওকসের বলে কাট করতে গিয়ে ডাকেটের হাতে ক্যাচ দিয়ে আউট হন ইমরুল। দলের রান তখন মাত্র ১। তামিমকেও স্বচ্ছন্দ মনে হচ্ছিল না। তবে ধীরে ধীরে আগ্রাসী হয়ে ওঠেন তামিম। অন্যপ্রান্তে মুমিনল হকও দারুণ সঙ্গ দেন।


চট্টগ্রাম টেস্ট জিতে ইতিমধ্যে সিরিজে এগিয়ে রয়েছে সফরকারী ইংল্যান্ড।


বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, শুভাগত হোম, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি ও তাইজুল ইসলাম।


ইংল্যান্ড দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), বেন ডাকেট, জো রুট, গ্যারি ব্যালেন্স, বেন স্টোকস, মইন আলী, জনি বেয়ারস্টো, জাফর আনসারি, ক্রিস ওয়াকস, আদিল রশিদ, স্টিভেন ফিন।


বিবা্র্তা/নাজিম//প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com