শিরোনাম
নিরাপত্তা ব্যবস্থা দেখতে ঢাকায় অস্ট্রেলীয় কর্মকর্তা
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ১২:১৫
নিরাপত্তা ব্যবস্থা দেখতে ঢাকায় অস্ট্রেলীয় কর্মকর্তা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল ২০১৫ সালে। কিন্তু নিরাপত্তার অজুহাতে দুই ম্যাচের সেই টেস্ট সিরিজ পিছিয়ে দেয় অস্ট্রেলিয়া। এরপর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি অসিরা। টেস্ট সিরিজের নতুন সময়সূচি অনুযায়ী আগামী বছরে আগস্টকে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।


তাই ইংল্যান্ড সিরিজে বাংলাদেশের দেয়া নিরাপত্তা ব্যবস্থা পরখ করতে ঢাকা এলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান সন ক্যারল। সফরের আগে অতিথি দলগুলোকে বাংলাদেশ কী ধরনের নিরাপত্তা তা দেখতে চাইছেন ক্যারল। নিরাপত্তার ব্যাপারে পূর্ণ তথ্য পেতে চলমান সিরিজেই ঢাকা সফরে এলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তা।


নিরাপত্তা ব্যবস্থা বুঝতে বৃহস্পতিবার হোটেল থেকে স্টেডিয়াম পর্যন্ত ইংল্যান্ড দলের সঙ্গেই ছিলেন ক্যারল। শুক্রবার থেকে শুরু হওয়া ঢাকা টেস্টেও নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন তিনি।


ক্যারলের এ ভ্রমণকে বাংলাদেশের জন্য ‘উৎসাহব্যাঞ্জক’ বলছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ‘এটা দারুণ ইঙ্গিত, এর মানে তারা আমাদের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে জানতে চায় এবং আগামী বছরে সফরে আসার ব্যাপারে ইতিবাচক।’


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com