শিরোনাম
আরেকটি মাইলফলক ছুঁলেন মুশফিক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ১১:৫৩
আরেকটি মাইলফলক ছুঁলেন মুশফিক
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে টেস্টে ক্রিকেটে ৫০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন অধিনায়ক মুশফিকুর রহিম। শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নেমেই এই মাইলফলক স্পর্শ করলেন মুশি।


এর আগে তালিকায় নাম লিখিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশার। দেশের হয়ে আশরাফুল ৬১টি ও হাবিবুল ৫০টি টেস্ট খেলেছেন।


২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারে প্রথম টেস্ট খেলতে নামেন মুশফিক। এরপর গেল ১১ বছরে ৪৯টি টেস্ট খেলেছেন তিনি। ব্যাট হাতে ক্রিকেটের তিন ফরম্যাটে বাংলাদেশের নির্ভরতার প্রতীকও হয়ে গেছেন মুশফিকুর। ৫০ টেস্টের পাশাপাশি বাংলাদেশের হয়ে ১৬৪টি ওয়ানডে ও ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন ২৯ বছর বয়সী মুশফিক।


মুশফিকের পরই আছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দু’জনই খেলেছেন ৪৪টি করে টেস্ট।


বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলা শীর্ষ পাঁচ খেলোয়াড়:


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com