শিরোনাম
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ০৯:৪৪
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। শুক্রবার সকাল ১০টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।চট্টগ্রাম টেস্ট জিতে ইতিমধ্যে সিরিজে এগিয়ে রয়েছে সফরকারী ইংল্যান্ড।


বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার শফিউল ইসলামের পরিবর্তে খেলছেন শুভাগত হোম। এর ফলে ঢাকা টেস্টে এক পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। একমাত্র পেসার হিসেবে রয়েছেন কামরুল ইসলাম রাব্বি। এ ছাড়া রয়েছেন চার স্পিনার।


এ ম্যাচের মধ্য দিয়ে মুশফিকুর রহিম তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পঞ্চাশতম টেস্ট খেলতে নামছেন। এর আগে বাংলাদেশের হয়ে সাদা পোশাকে পঞ্চাশ টেস্ট খেলেছেন হাবিবুল বাশার সুমন ও মোহাম্মদ আশরাফুল।


ইংল্যান্ড দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। পেসার স্টুয়ার্ট ব্রডকে বিশ্রামে রেখে খেলানো হচ্ছে স্টিভেন ফিনকে। ১১ বছর পর চট্টগ্রাম টেস্টে ইংলিশ দলে ফের গ্যারেথ ব্যাটিকেও বাদ দেয়া হয়েছে। তার পরিবর্তে খেলানো হচ্ছে জাফর আনসারিকে।


বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, শুভাগত হোম, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি ও তাইজুল ইসলাম।


ইংল্যান্ড দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), বেন ডাকেট, জো রুট, গ্যারি ব্যালেন্স, বেন স্টোকস, মইন আলী, জনি বেয়ারস্টো, জাফর আনসারি, ক্রিস ওয়াকস, আদিল রশিদ, স্টিভেন ফিন।


বিবার্তা/প্লাবন


>ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে দ্বিতীয় টেস্ট আজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com