শিরোনাম
‘বল টেম্পারিং’ অভিযোগ, ক্ষুব্ধ ডি ভিলিয়ার্স
প্রকাশ : ২৮ মে ২০১৭, ২১:০৬
‘বল টেম্পারিং’ অভিযোগ, ক্ষুব্ধ ডি ভিলিয়ার্স
স্পোর্টস সেস্ক
প্রিন্ট অ-অ+

সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘বল-টেম্পারিং’ অভিযোগ নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। এ ম্যাচে তার দল কোনো ধরনের ‘বল-টেম্পারিং’ করেনি বলে জানান ডি ভিলিয়ার্স।


দ্বিতীয় ওয়ানডে ম্যাচের ৩৩তম ওভারে বল পরিবর্তনের দাবি নিয়ে আম্পায়ারদের কাছে যান ডি ভিলিয়ার্স। কিন্তু কোনো রকম সাড়া দেননি ম্যাচের দুই আম্পায়ার ক্রিস গাফানি ও রব বেইলি। এতে বেশ হতাশা প্রকাশ করেন প্রোটিয়া অধিনায়ক।


ডি ভিলিয়ার্সবলেন, ‘আম্পায়ারদের জিজ্ঞাসার সময় বেশ অস্বস্তিতে ছিলাম। আম্পায়াররা বলটি ‘টেম্পারিং’ অনুধাবন করছিলেন। এমন অবস্থা দেখে আমি বেশ অস্বস্তি বোধ করি। কন্ডিশনের কারণে বলের অবস্থা পরিবর্তন হয়ে যায়। এখানে অন্য কিছুই ঘটেনি। আমি সত্যিকারার্থে আম্পারদের বুঝানোর চেষ্টা করেছি। কিন্তু তাদের বুঝাতে পারিনি।’


গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্ট টেস্টে ‘বল-টেম্পারিং’-এর অভিযোগে দক্ষিণ আফ্রিকার সে সময়কার অধিনায়ক ফাফ ডু-প্লেসিসকে জরিমানা করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com