শিরোনাম
ভক্তদের জন্য ‘কফিন’ রিয়াল মাদ্রিদের
প্রকাশ : ২৮ মে ২০১৭, ১১:০৯
ভক্তদের জন্য ‘কফিন’ রিয়াল মাদ্রিদের
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

রিয়াল মাদ্রিদের ভক্ত-সমর্থকদের জন্য সুখবর। কারণ, এবার চাইলেই মৃত্যুর পরও প্রিয় দলের হয়ে গলা ফাটাতে পারবেন আপনি। তবে, রিয়াল মাদ্রিদের কফিন থেকে।

 

ফুটবলভক্তদরে কাছে ফুটবলই জীবন-মরণ। প্রিয় দল জয়ী হলে জীবনের স্বাদ। আর হেরে গেলে, যেন মৃত্যুর অনুভূতি। আজীবন প্রিয় ক্লাবের সমর্থক থাকা যায়। কিন্তু, মৃত্যুর পরও তা থাকা যায় কি- হ্যাঁ, যায়। সেটাই এবার প্রমাণ করল রিয়াল মাদ্রিদ। সমর্থকদের ভালোবাসাকে মাথায় রেখেই অভিনব এক ব্যবস্থা নিয়েছে দলটি।

 

 

স্পেনের এই ফুটবল ক্লাবটি তাদের ‘বিশেষ’ সমর্থকদের জন্য কফিনের ব্যবস্থা করেছে। কফিনের ঢাকনায় রয়েছে কাঠের কারুকাজ করা ওই ক্লাবের হোম গ্রাউন্ড সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের নকশা। ওই স্টেডিয়ামের মাঝেই রয়েছে ১১৫ বছরে পুরনো ক্লাবের লোগো খোদাই করা।

 

স্পেনের ফিউনারমস্ত্রা ২০১৭’র অনুষ্ঠানে এই কফিন প্রকাশ্যে নিয়ে এসেছে মাদ্রিদ ক্লাব। ক্লাবের তরফে জানানো হয়, মৃত্যুর পর এই কফিনে শায়িত থাকতে আগে থেকে বুকিং করতে হবে মাদ্রিদ ভক্তদের।

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com