শিরোনাম
বিদেশী দলের জন্য পাকিস্তান নিরাপদ নয়: শোয়েব আখতার
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ১৫:১১
বিদেশী দলের জন্য পাকিস্তান নিরাপদ নয়: শোয়েব আখতার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করে দেশটির সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার বলেছেন, এই মুহূর্তে কোনো বিদেশী দলকে পাকিস্তানে আমন্ত্রণ জানানো ঠিক হবে না। কুয়েটার পুলিশ ট্রেনিং সেন্টারে সম্প্রতি সন্ত্রাসী হামলায় ৬২ জন পুলিশ ক্যাডেট ও দুই সেনা সদস্য নিহত হওয়ার পর জিও নিউজ চ্যানেলে এক সাক্ষাতকারে তিনি এই কথা বলেন।


শোয়েব বলেন, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি এখন মোটেই অনুকূলে নেই। নিরাপত্তা প্রশ্নে দেশে পুরোপুরি স্বাভাবিক অবস্থা বিরাজ না করা পর্যন্ত এখানে কোনো বিদেশী দলকে আমন্ত্রণ জানানো আমাদের উচিত হবে না।


তিনি বলেন, ‘পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে এমন এক পর্যায়ে পৌঁছেছে যে স্বাভাবিক অবস্থায় ফিরতে আমাদের ধৈর্য্য ধরতে হবে। আমি নিশ্চিত পাকিস্তানে একদিন আন্তর্জাতিক ক্রিকেট অবশ্যই ফিরবে। কিন্তু এজন্য কিছু সময়ের প্রয়োজন।’


উল্লেখ্য, ২০০৯ সালের মার্চে লাহোরে সফরকারী শ্রীলঙ্কান দলের বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর থেকে কোনো শীর্ষস্থানীয় দল এ পর্যন্ত পাকিস্তান সফরে আসেনি। তবে আফগানিস্তান, কেনিয়া ও জিম্বাবুয় পাকিস্তানে দল পাঠিয়েছে।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com