শিরোনাম
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে আবহাওয়ার পূর্বাভাস
প্রকাশ : ২৪ মে ২০১৭, ১১:৪৯
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে আবহাওয়ার পূর্বাভাস
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আয়ারল্যান্ড সফরের শেষ ম্যাচে বুধবার নিউজিল্যান্ড ক্রিকেট দলের মুখোমুখি হচ্ছে মাশরাফির নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল। দু’দলের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের শেষ লড়াইটি অনুষ্ঠিত হবে ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়।


আয়ারল্যান্ডের বৈরী আবহাওয়া ত্রিদেশীয় সিরিজে বেশ ভুগিয়েছে বাংলাদেশসহ টুর্নামেন্টে অংশগ্রহণ করা দলগুলোকে। বৃষ্টি বাধায় ভেস্তে গেছে বাংলাদেশ ও স্বাগতিক আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের উদ্বোধনী ম্যাচটি। সেই সাথে বৃষ্টির বাগড়ায় পড়েছে আরো একাধিক ম্যাচ।


তবে ডাবলিনে বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির সম্ভাবনা নেই! আকাশ মেঘলা থাকলেও এদিন বৃষ্টির সম্ভাবনা কম।


ইতিমধ্যে ত্রিদেশীয় সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। এর আগে সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল কিইউরা। সেই ম্যাচে ৪ উইকেটে হেরেছিল বাংলাদেশ। সিরিজে ৩ ম্যাচে বাংলাদেশ জিতেছে একটিতে, হেরেছে একটিতে অন্যদিকে একটি ম্যাচের ফলাফল বৃষ্টির কারণে বাতিল হয়েছে। অপরপক্ষে নিউজিল্যান্ড এখনো এই ত্রিদেশীয় সিরিজের কোনো ম্যাচে হারের মুখ দেখেনি। তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে কিইউরা।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com