শিরোনাম
বাংলাদেশ-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ
প্রকাশ : ২৪ মে ২০১৭, ০৯:৫৮
বাংলাদেশ-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ
ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচ বুধবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকাল পৌঁনে চারটায় শুরু হবে ম্যাচটি।


ইতিমধ্যে ত্রিদেশীয় সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। এর আগে সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল কিইউরা। সেই ম্যাচে ৪ উইকেটে হেরেছিল বাংলাদেশ। সিরিজে ৩ ম্যাচে বাংলাদেশ জিতেছে একটিতে, হেরেছে একটিতে অন্যদিকে একটি ম্যাচের ফলাফল বৃষ্টির কারণে বাতিল হয়েছে। অপরপক্ষে নিউজিল্যান্ড এখনো এই ত্রিদেশীয় সিরিজের কোনো ম্যাচে হারের মুখ দেখেনি। তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে কিইউরা।


শেষ ম্যাচে দুই দলেই পরিবর্তনের সম্ভাবনা কম। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে বাংলাদেশ দল চাইলে বেঞ্চের ক্রিকেটারদের পরীক্ষা করে নিতে। এদিকে নিউজিল্যান্ডের কাছে এই ম্যাচ তেমন গুরুত্ব না থাকলেও বাংলাদেশের কাছে এই ম্যাচের জয় অনেক গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডকে হারাতে পারলেই র‍্যাংকিংয়ে ছয়ে উঠে যাবে লাল-সবুজ বাহিনীরা।


বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সানজামুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।


নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: লুকে রঞ্চি (উইকেটরক্ষক), টম লাথাম (অধিনায়ক), নেইল ব্রুম, রস টেইলর, কোরি অ্যান্ডারসন, মিচেল স্যান্টনার, কলিন মুনরো, অ্যাডাম মিলনে, স্কট কুগ্গেলেউজন, ইশ সোধি, ম্যাট হেনরি।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com