শিরোনাম
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ১৩:৫২
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

১৫ মাস পর সাদা পোশাকে খেলতে নেমে আশা জাগিয়েও ২২ রানে হেরে যায় বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে যে পরিমাণ লড়াই করেছে মুশফিকরা তা সত্যিই প্রশংসার দাবিদার। এর আগের আট টেস্টে একবারও দুই ইনিংসে অলআউট করতে পারেনি বাংলাদেশ। এবার প্রথম ২০ উইকট তুলে নেয় টাইগাররা।


সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে আগামীকাল শুক্রবার দ্বিতীয় টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। সকাল ১০টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও স্টার স্পোর্টস।


প্রথম টেস্টে খেলা শফিউল ইসলাম ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে নেই। তবে ঢাকা টেস্টের স্কোয়াডে নতুন দুই মুখ মোসাদ্দেক হোসেন সৈকত ও শুভাশীষ রয়। আগামীকাল এই দুজনের অভিষেক হলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ, চট্টগ্রামের মতো ঢাকা টেস্টেও সুবিধা পেতে পারেন স্পিনাররা। মোসাদ্দেক হোসেন সৈকত ব্যাট করার পাশাপাশি বলও করতে পারেন।


ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত/সৌম্য সরকার, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামশুভাশীষ রয়/কামরুল ইসলাম রাব্বি।


বিবার্তা/প্লাবন


>শেষ টেস্টে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com