শিরোনাম
রিয়াল মাদ্রিদের ফ্যাক্টফাইল
প্রকাশ : ২৩ মে ২০১৭, ১০:৪৯
রিয়াল মাদ্রিদের ফ্যাক্টফাইল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

রবিবার মালাগার বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে ২-০ গোলে জয়ী হয়ে ৩৮ ম্যাচে ৯৩ পয়েন্ট নিয়ে লা লিগা শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। চার বছর পরে পাওয়া এই শিরোপা লা লিগায় রিয়ালের ৩৩তম শিরোপা।


ফ্যাক্টফাইল


● নাম: রিয়াল মাদ্রিদ


● প্রতিষ্ঠিত: ১৯০২ সাল


● হোম গ্রাউন্ড: সানতিয়াগো বার্নাব্যু


● ডাক নাম: লস মেরেনগুস, লস ব্ল্যাঙ্কোস


● জার্সির রং: সাদা


● সভাপতি: ফ্লোরেনতিনো পেরেজ


● কোচ: জিনেদিন জিদান


● অধিনায়ক: সার্জিও রামোস


● সবচেয়ে বেশিম্যাচ খেলা খেলোয়াড়: রাউল (৭৪১)


● সর্বাধিক গোল: ক্রিস্টিয়ানো রোনাল্ডো (৪০৪)


শিরোপা


● লা লিগা (৩৩): ১৯৩১-৩২, ১৯৩২-৩৩, ১৯৫৩-৫৪, ১৯৫৬-৫৭, ১৯৫৭-৫৮, ১৯৬০-৬১, ১৯৬১-৬২, ১৯৬২-৬৩, ১৯৬৩-৬৪, ১৯৬৪-৬৫, ১৯৬৬-৬৭, ১৯৬৭-৬৮, ১৯৬৮-৬৯, ১৯৭১-৭২, ১৯৭৪-৭৫, ১৯৭৫-৭৬, ১৯৭৭-৭৮, ১৯৭৮-৭৯, ১৯৭৯-৮০, ১৯৮৫-৮৬, ১৯৮৬-৮৭, ১৯৮৭-৮৮, ১৯৮৮-৮৯, ১৯৮৯-৯০, ১৯৯৪-৯৫, ১৯৯৬-৯৭, ২০০০-০১, ২০০২-০৩, ২০০৬-০৭, ২০০৭-০৮, ২০১১-১২, ২০১৬-১৭


● স্প্যানিশ কাপ (১৯): ১৯০৪-০৫, ১৯০৫-০৬, ১৯০৬-০৭, ১৯০৭-০৮, ১৯১৬-১৭, ১৯৩৩-৩৪, ১৯৩৫-৩৬, ১৯৪৫-৪৬, ১৯৪৬-৪৭, ১৯৬১-৬২, ১৯৬৯-৭০, ১৯৭৩-৭৪, ১৯৭৪-৭৫, ১৯৭৯-৮০, ১৯৮১-৮২, ১৯৮৮-৮৯, ১৯৯২-৯৩, ২০১০-১১, ২০১৩-১৪


● স্প্যানিশ সুপার কাপ (৯): ১৯৮৮, ১৯৮৯, ১৯৯০, ১৯৯৩, ১৯৯৭, ২০০১, ২০০৩, ২০০৮, ২০১২


● ইউরোপিয়ান কাপ/চ্যাম্পিয়নস লীগ (১১): ১৯৫৫-৫৬, ১৯৫৬-৫৭, ১৯৫৭-৫৮, ১৯৫৮-৫৯, ১৯৫৯-৬০, ১৯৬৫-৬৬, ১৯৯৭-৯৮, ১৯৯৯-২০০০, ২০০১-২০০২, ২০১৩-১৪, ২০১৫-১৬


● ইউয়েফা কাপ (২): ১৯৮৫, ১৯৮৬


● ইন্টানকন্টিনেন্টাল কাপ/ক্লাব ওয়ার্ল্ড কাপ (৫): ১৯৬০, ১৯৯৮, ২০০২, ২০১৪, ২০১৬


● ইউরোপিয়ান সুপার কাপ (৩): ২০০২, ২০১৪, ২০১৬।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com