শিরোনাম
ঢাকা টেস্টে চোখ রাঙাচ্ছে বৃষ্টি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ১২:৪৪
ঢাকা টেস্টে চোখ রাঙাচ্ছে বৃষ্টি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম টেস্টে ফল পক্ষে আসেনি। জয়ের খুব কাছাকাছি গিয়েও তা ছোঁয়া সম্ভব হয়নি। তীরে গিয়ে তরী ডুবেছে বাংলাদেশের। তাই শুক্রবার থেকে শুরু হওয়া ঢাকা টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগার শিবির।


বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যে এগিয়ে রয়েছে সফরকারীরা। তবে ঢাকা টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ তেমনটা প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদেরও।


এদিকে টাইগারদের সমতা ফেরার ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় কায়ান্টের প্রভাবে বঙ্গপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সেটার প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকায় বৃষ্টি হচ্ছে। এটার প্রভাব থাকতে পারে দুই-তিনদিন।


আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শুক্রবার বজ্রসহ-বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। ১১টার দিকে বৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এদিন বৃষ্টি হলে সেটা কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা স্থায়ী হবে। ২ থেকে ৩ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে কিনা দ্বিতীয় টেস্টটি।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com