শিরোনাম
সাঙ্গা-ওয়ার্নারের জন্মদিন আজ
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ১২:২৩
সাঙ্গা-ওয়ার্নারের জন্মদিন আজ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

কুমার সাঙ্গাকারা ক্রিকেট দুনিয়ার অতি পরিচিত একটি নাম। যার নামের পাশে অসংখ্য রেকর্ড জড়িত। ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহক ও টেস্টে পঞ্চম সাঙ্গাকারার আজ জন্ম দিন।


৩৮ বছর বয়সী শ্রীলঙ্কান এই গ্রেট ২৭ অক্টোবর ১৯৭৭ সালে শ্রীলঙ্কার মাতালে জন্মগ্রহণ করেন। বৈশ্বিক ক্রিকেট অঙ্গনে সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয়।


২৭ জুন ২০১৫ তারিখে কুমার সাঙ্গাকারাভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।


শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়কের টেস্ট ক্যারিয়ারে ১৩৪ ম্যাচে ৩৮টি সেঞ্চুরি ও ৫২টি অর্ধশতে ১২৪০০ রান। ওয়ানডেতে ৪০৪ ম্যাচে ২৫টি সেঞ্চুরি ও ৯৩টি অর্ধশতে ১৪২৩৪ রান। এছাড়া টি-টোয়েন্টিতেও সফল এই বাহাতি ব্যাটসম্যান। ৫৬ ম্যাচে ১৩৮২ রান করে। শতক না থাকলেও অর্ধশত রয়েছে ৮টি।


অন্যদিকে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারেরও ৩০তম জন্মদিন আজ। ২৭ অক্টোবর ১৯৮৬ সালে নিউ সাউথ ওয়েলস প্রদেশের প্যাডিংটনে জন্মগ্রহণ করেন। খুবই দ্রুত রান সংগ্রহকারী বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে তার সুনাম রয়েছে।


অস্ট্রেলিয়ার ১৩২ বছরের ক্রিকেট ইতিহাসে ডেভিড ওয়ার্নার হচ্ছেন প্রথম ক্রিকেটার যিনি প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলার কোনরূপ পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই জাতীয় ক্রিকেট দলে খেলার সুযোগ পেয়েছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলছেন। এছাড়া নিউ সাউথ ওয়েলস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং সিডনি থান্ডারের হয়ে খেলছেন।


টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫৪ ম্যাচে ১৬ সেঞ্চুরি ও ২১ হাফ-সেঞ্চুরির সাহায্যে ৪৬৬৯ রান করেন। ওয়ানডেতে ৮৫ ম্যাচে ৯ সেঞ্চুরি ও ১৬ হাফ-সেঞ্চুরিতে ৩২৮০ রান করেন। এছাড়া ৬৩ টি-২০তে ১২ হাফ-সেঞ্চুরিতে ১৬৮৬ রান করেন। সর্বোচ্চ সংগ্রহ ৯০ রান।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com