শিরোনাম
ভারতকে হারিয়ে সিরিজে সমতায় নিউজিল্যান্ড
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ২২:২৫
ভারতকে হারিয়ে সিরিজে সমতায় নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থটিতে বুধবার ভারতের বিপক্ষে ১৯ রানে জয় পেয়েছে নিউজিল্যান্ড। রঞ্চিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। টপ অর্ডারের চার ব্যাটসম্যানের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করে তারা।


জবাবে ৪৮ দশমিক ৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪১ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। এই জয়ের ফলে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-২ এ সমতায় আসল।


ভারতের আজিঙ্কা রাহানে সর্বোচ্চ ৫৭ রান করেন। তার ইনিংসে পাঁচটি চার ও একটি ছয়ের মার ছিল। কোহলির ব্যাট থেকে আসে ৪৫ রান। ৩৮ রান করেন অক্ষর প্যাটেল। ২০৭ রানে নবম উইকেট হারানোর পর একাই লড়াই চালিয়ে যান ধাওয়াল কুলকারনি। তিনি দলীয় স্কোরকে ২৪১ রান পর্যন্ত টেনে নেন। এরপর উমেশ যাদব বোল্টের বলে টেলরের হাতে ক্যাচ দিয়ে আউট হন। এছাড়া বাকিদের কেউ সুবিধা করতে পারেননি।


বল হাতে নিউজিল্যান্ডের টিম সউদি নেন তিন উইকেট । দুটি করে উইকেট নেন জিমি নিসাম ট্রেন্ট বোল্ট। একটি উইকেট নেন ইশ সোধি।


এর আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৯৬ রান সংগ্রহ করেন টম লাথাম ও মার্টিন গাপটিল। এরপর ব্যক্তিগত ৩৯ রানে আউট হন লাথাম। কেন উইলিয়ামসনকে সাথে নিয়ে দলীয় স্কোরকে ১৩৮ রান পর্যন্ত টেনে নেন গাপটিল। এ সময় ব্যক্তিগত ৭২ রান করে আউট হয়ে যান গাপটিল। তার ৭২ রানের ইনিংসে ১২টি চারের মার থাকলেও কোনো ছয়ের মার ছিল না।


এরপর উইলিয়ামসন ৪১ ও রস টেলর ৩৫ রান করতে পারলেও বাকিদের কেউ ১৭ রানের বেশি করতে পারেনি। ফলে শুরুটা ভালো হলেও টেল এন্ডারদের ব্যাটিং ব্যর্থতায় বড় সংগ্রহ পায়নি নিউজিল্যান্ড।


ভারতের অমিত মিশ্র নেন দুই উইকেট। একটি করে উইকেট নেন উমেশ যাদব, ধাওয়াল কুলকারনি, হার্দিক পান্ডে ও অক্ষর প্যাটেল।


বিবার্তা/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com