শিরোনাম
টেস্ট র‌্যাঙ্কিংয়ে উন্নতি টাইগারদের
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ২১:০১
টেস্ট র‌্যাঙ্কিংয়ে উন্নতি টাইগারদের
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে হারলেও ব্যক্তিগত ভালো পারফরমেন্সের জন্য র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও তাইজুল ইসলাম।


বুধবার আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্ট র‌্যাঙ্কিংয়ে তাদের এ উন্নতি হয়।


ব্যাটিংয়ে দুই ধাপ এগিয়েছেন তামিম ইকবাল। চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে ৮৭ রান করেন তিনি। যে কারণে ২৬তম স্থান থেকে সাদা পোশাকের ক্রিকেটে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে এই বাঁহাতি উঠেছেন ২৪তম স্থানে। ২৭তম স্থানে আছেন মুমিনুল হক।


চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত বোলিং করা সাকিব আল হাসানের র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে। বোলিং র‌্যাঙ্কিংয়ে এই বাহাতি স্পিনার দুই ধাপ এগিয়েছেন। ১৭তম স্থান থেকে এখন তিনি আছেন ১৫তম স্থানে। এছাড়া টাইগার বোলারদের মধ্যে তাইজুল ইসলাম আগে ছিলেন ৪২ এ বর্তমানে তিনি উঠে এসেছেন ৩৬তম স্থানে।


এদিকে চট্টগ্রাম টেস্টে অভিষেক হয় তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও বল হাতে দুই ইনিংসে নিয়েছেন ৭ উইকেট। আর তাতেই বাজিমাত মিরাজের। এক ম্যাচ খেলেই কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে পেছনে ফেলেছেন তিনি। ইনজুরিতে থাকা মুস্তাফিজ অবস্থান করছেন ৭৯তম স্থানে। মুস্তাফিজকে পেছনে ফেলে মিরাজ উঠে এসেছেন ৬১তম স্থানে।


ব্যাটিংয়ে শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই নাম্বার ওয়ানে স্টিভেন স্মিথ। এই ক্যাটাগরিতে তিনধাপ উন্নতি হয়েছে ইউনুস খানের। ৫ম স্থান থেকে এই ডানহাতি ব্যাটসম্যান উঠেছেন দুইয়ে। এছাড়া জো রুট দুই নম্বর থেকে নেমে গিয়েছেন তৃতীয় স্থানে।


এদিকে বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তিন পদে কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই রবিচন্দ্রন অশ্বিন, ডেল স্টেইন ও জেমস অ্যান্ডারসন একই জায়াগাতে আছেন।তবে একধাপ উন্নতি হয়ে ৫ম স্থান থেকে চারে উঠেছেন লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ। এছাড়া ৬ষ্ঠ স্থান থেকে একধাপ উন্নতি হয়ে স্টুয়ার্ট ব্রডের সঙ্গে যৌথভাবে ৫ম স্থানে রয়েছেন ইয়াসির শাহ।


বিবার্তা/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com