শিরোনাম
তৃতীয় টেস্টে অপরিবর্তিত পাকিস্তান দল
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ১২:১৬
তৃতীয় টেস্টে অপরিবর্তিত পাকিস্তান দল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের জন্য অপরিবর্তিত দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে হোয়াইটওয়াশেল লক্ষ্যে অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামবে মিসবাহ উল হকের দল।


মঙ্গলবার আবুধাবীতে শেষ হওয়া দ্বিতীয় টেস্টে ইউনিস খানের সেঞ্চুরি ও স্পিনার ইয়াসির শাহয়ের ১০ উইকেট শিকারে ক্যারিবিয়দের ১৩৩ রানে পরাজিত করে এক ম্যাচ হাতে রখেই সিরিজ জিতে নেয় পাকিস্তান। কাজেই স্কোয়াডে নতুন কাউকে যুক্ত করেনি নির্বাচকরা।


নির্বাচক সূত্রে জানা গেছে, নভেম্বর-ডিসেম্বর মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান। এইসফরের জন্য দুই/তিনটি নাম এই দলের সাথে যোগ হতে পারে। সেই সাথে অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে আসন্ন সফরে ডাকা হতে পারে। নির্বাচকরা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে খুব একটা ঝুঁকি নিতে চাচ্ছে না। অতীত অভিজ্ঞতা থেকেই হাফিজকে দলভূক্ত করার সম্ভাবনাই বেশী।


তৃতীয় টেস্টে পাকিস্তান স্কোয়াড: মিসবাহ-উল-হক (অধিনায়ক), আজহার আলী, সামি আসলাম, ইউনিস খান, আসাদ শফিক, বাবর আজম, সরফরাজ আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, ইয়াসির শাহ, জুলফিকার বাবর, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, রাহাত আলি, ইমরান খান সিনিয়র ও সোহেল খান।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com