শিরোনাম
বিপিএলে থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ১১:০১
বিপিএলে থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দরজায় কড়া নাড়ছে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ব্যাট-বলের এই লড়াই। প্রতিবার অনেক জমকালো আয়োজনের মাধ্যমে বিপিএল উদ্বোধন হলেও এবার থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান।


বিপিএলের গত আসরে উদ্বোধনী অনুষ্ঠানে দেশী তারকাদের পাশাপাশি বলিউডের সুপারস্টার হৃতিক রোশান, জ্যাকুলিন ফার্নান্দেজ দর্শক মাতিয়েছেন। অন্যদিকে ছিল নজরকাড়া আতশবাজী। কিন্তু এবারের আসরে এমন কিছু থাকছে না।


বিষয়টি নিশ্চিত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠান করতে যে সময়ের প্রয়োজন সেটা ইংল্যান্ডের সিরিজের জন্য আমরা পাচ্ছি না। সিরিজ নিয়ে ব্যস্ত থাকায় আমরা ভারতের শিল্পীদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আপনারা জানেন ইংল্যান্ড সিরিজ দুইটি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ায় আমাদর খুবই ব্যস্ত সময় কেটেছে তাই যোগাযোগের করার সময়ই পাইনি।’


তবে এবার ভিন্ন কিছুর পরিকল্পনা করছে বিপিএল গভর্নিং কাউন্সিল। প্রতিদিন দুইটি ম্যাচ থাকবে। দুই ম্যাচের মাঝে কনসার্ট আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। শেখ সোহেল বলেন, ‘দর্শকদের বিনোদনের জন্য নতুন একটি বিষয় যোগ করছি, সেটা হলো কনসার্ট। দুই ম্যাচের মাঝখানে যে সময়টা থাকবে তখন দেশের বিভিন্ন সংগীত শিল্পীরা মাঠের পাশে মঞ্চে সংগীত পরিবেশন করবেন। এখানে থাকবেন ক্লোজ আপ ওয়ান, চ্যানেল আই সেরা কণ্ঠ থেকে উঠে আসা সংগীত শিল্পীরা। কোনোদিন আবার থাকবে মাকসুদ, চিরকুট, ওয়ারফেজের মতো ব্যান্ডের গান।’


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com