শিরোনাম
ব্রাজিলের কিংবদন্তি কার্লোস আলবার্তো আর নেই
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ০৯:৫৩
ব্রাজিলের কিংবদন্তি কার্লোস আলবার্তো আর নেই
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কার্লোস আলবার্তো আর নেই। ৭২ বছর বয়সী সাবেক এই ডিফেন্ডার হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রিও ডি জেনেইরোতে মৃত্যুবরণ করেন।


১৯৭০ সালের ম্যাক্সিকো বিশ্বকাপে কার্লোস আলবার্তোর অধিনায়কত্বে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। যে ম্যাচে নিজেও একটি গোল করেছিলেন কিংবদন্তি এই ফুটবলা। যে গোলটিকে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা গোল হিসেবে এখনো ধরা হয়।


আলবার্তো জাতীয় দলের হয়ে ৫৩টি ম্যাচে ৮ গোল করেছিলেন। ১৯৬২ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত তিনি ফ্লুমিনেন্স, সান্তোস, ফ্লামেঙ্গো ও নিউইয়র্ক কসমসের হয়ে খেলেছেন। এরপর তিনি ফুটবল সংগঠক হিসেবে দায়িত্ব নেন। শেষ বয়সে তিনি ব্রাজিলের একটি স্পোর্টস টিভিতে উপস্থাপক ও ধারাভাষ্যকর হিসেবে কাজ করছিলেন। সবশেষ রোববারও তিনি টিভিতে উপস্থাপনা করেছিলেন।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com