শিরোনাম
সব ফরম্যাটে জায়গা পাকা করতে চাই: সাব্বির
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ০৯:২৭
সব ফরম্যাটে জায়গা পাকা করতে চাই: সাব্বির
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

টি-টোয়েন্টি ও ওয়ানডেতে নিয়মিত খেললেও চট্টগ্রাম টেস্টে অভিষেকে হয়েছে বাংলাদেশের হার্ডহিটার সাব্বির রহমান রুম্মানের। নিজের প্রথম টেস্ট ম্যাচেই ৬৪ রানের এক অসাধারণ ইনিংস খেলেছেন সাব্বির। তবে অসাধারণ ইনিংস খেলেও জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি দলকে। টাইগার ভক্তদের হৃদয় ভেঙ্গেছে ২২ রানের আক্ষেপ। সে আক্ষেপে যে সাব্বির পুড়েছেন সেটা হাঁটু গেড়ে মাঠে বসে থাকা থেকেই উপলব্ধি করা যায়।


চট্টগ্রামে নিজের অভিষেক টেস্টে ২২ রানে হারের আক্ষেপে সাব্বির বলেন,‘এটা আসলেই দুঃখজনক। এখনও আমার খারাপ লাগছে। তবে একটা কথা না বললেই নয় আমরা ইংল্যান্ডের সাথে ভাল খেলেছি। আমরা প্রায় ১৪ মাস পর টেস্ট খেলতে নেমেছি, যেখানে প্রতিপক্ষ নিয়মিত খেলেছে। তবে বলতেই হবে ইংল্যান্ডের সাথে আমাদের পারফরমেন্স ভাল ছিল।’


তাইজুলকে বারবার স্ট্রাইক দেয়ার ব্যপারে তিনি বলেন,‘আমি তার সাথে বারবার কথা বলেছিলাম। সে অনেক আত্মবিশ্বাসী ছিল। সে ভালো খেলছিল। আমরা ম্যাচ শেষ করে আসার পরিকল্পনা করছিলাম তাই একা সব ঝুঁকি নিতে চাচ্ছিলাম না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাইজুল আউট হয়ে যায়।’


নিজের ভবিষ্যৎ সম্পর্কে সাব্বির বলেন, ‘আমি নিজেকে ভাল একজন অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে চাই। আমি ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিনও করতে পারি। আমি সব ফরম্যাটে নিজের জায়গা পাকা করতে চাই।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com