শিরোনাম
আবুধাবি টেস্টে ইয়াসিরের রেকর্ড
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ২০:৩৩
আবুধাবি টেস্টে ইয়াসিরের রেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবুধাবি টেস্টে ১০ উইকেট নিয়ে পাকিস্তানের সপ্তম বোলার হিসেবে এক বছরে দ্বিতীয়বার ম্যাচে ১০ উইকেট নিলেন লেগ স্পিনার ইয়াসির শাহ।


বর্তমানে ১৮ টেস্টে তার উইকেট সংখ্যা ১১২টি। এর আগে মাত্র দু’জন ১৮ টেস্টে ১১২টি উইকেট নিয়েছেন। তারা হলেন- ইংল্যান্ডের জিওর্জ লোম্যান ও সিডনি বার্নেস।


চলতি বছরের জুলাইয়ে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্টে ১০ উইকেট নিয়েছিলেন ইয়াসির। দ্বিতীয়বারের মতো আবুধাবিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ উইকেট নিলেন তিনি। পাকিস্তানের সপ্তম বোলার হিসেবে এক বছরে দুই বার ম্যাচে ১০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান ইয়াসির।


এই তালিকায় আগেই নাম লিখিয়েছেন পাকিস্তানের ছয় বোলার। তারা হলেন- ইমরান খান, আব্দুল কাদির, ওয়াকার ইউনিস, সাকলাইন মুশতাক, শোয়েব আকতার ও সাইদ আজমল।
তবে এক বছরে সবচেয়ে বেশি তিনবার এক টেস্টে ১০ উইকেট শিকারের কীর্তি আছে কাদিরের। ১৯৮৭ সালে সেই কীর্তি গড়েছিলেন কাদির। এই রেকর্ডও স্পর্শ করার সুযোগ থাকছে ইয়াসিরের সামনে। কারণ এ বছর আরও পাঁচটি টেস্ট খেলার সুযোগ পাবেন ৩০ বছর বয়সী ইয়াসির।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com