শিরোনাম
হারলেও পারফরম্যান্সে খুশি মুশফিক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৬, ১৩:১২
হারলেও পারফরম্যান্সে খুশি মুশফিক
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রায় ১৫ মাস পর ক্রিকেটের লংগার ভার্সনে নেমে শক্তিশালী ইংল্যান্ডকে ভাল ভাবেই ভুগিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। চট্টগ্রামে ঘরের মাঠে দারুণ পারফরম্যান্সে ইংল্যান্ডকে হারানোর দুর্দান্ত এক সুয়োগ তৈরি করেছিল টাইগাররা। কিন্তু জয়ে কাছাকাছি এসেও ২২ রানে হেরে যায় মুশফিকরা।


ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে এতটা উত্তাপ মনে হয় আগে কখনো দেখতে পায়নি বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। প্রতিটি দিনই ব্যাটে-বলে উত্তেজনা বিরাজ করেছিল। চট্টগ্রামের সেই উত্তাপঘেরা ম্যাচ গড়িয়েছিল পঞ্চম দিন পর্যন্ত। চতুর্থ দিন শেষে বাংলাদেশের দরকার ছিল ৩৩ রান। হাতে ছিল দুই উইকেট। তবে পঞ্চম দিন ব্যাট করতে নেমে ১০ রান যোগ করেই বাকি দুটি উইকেট হারায় বাংলাদেশ। ফলে ইংল্যান্ড ২২ রানে জয়লাভ করে।


ম্যাচ শেষে টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, ‘সম্ভবত এই ম্যাচটি আমাদের পক্ষে ছিল না। ৩৩ রানের জন্য হাতে ছিল মাত্র দুটি উইকেট। তবে আমাদের খেলোয়াড়রা পুরো পাঁচ দিনে ম্যাচ নিজেদের অনুকূলে নিতে বেশ খেলেছে। ১৫ মাস পর এ ধরনের ম্যাচ নিয়ে আমি সত্যিই গর্বিত।’


ইংল্যান্ডকে শক্ত প্রতিপক্ষ উল্লেখ করে মুশফিক বলেন, ‘বর্তমান ইংল্যান্ড দলটি খুবই শক্তিশালী। যে কোনো কন্ডিশনে তারা ধারাবাহিক। আর এমন কঠিন উইকেটে ইংল্যান্ডের মতো প্রতিপক্ষের বিপক্ষে আমরা সমান তালে লড়াই করছি। শেষ দিন পর্যন্ত খেলার ফলাফল ছিল সমান সমান।’


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com